মিলেনিয়াম পার্কে ঢুকতে গেলে লাগবে না কোনও প্রবেশমূল্য! কবে থেকে? বিরাট সিদ্ধান্ত পুরসভায়

Last Updated:

আগে মিলেনিয়াম পার্কে প্রবেশের জন্য লাগত ২০ টাকা। এবার থেকে সেই টাকা আর লাগবে না৷

#কলকাতা: এন্ট্রি ফি নেই মিলেনিয়াম পার্কে৷ ২৫ ডিসেম্বর এর আগেই খুলতে চলেছে মিলেনিয়াম পার্ক। কেএমডিএর থেকে কিছুদিন আগেই কলকাতা পুরসভার হাতে আসে মিলেনিয়াম পার্ক। দীর্ঘদিন বন্ধ থাকার পর অবশেষে খুললেও মিলেনিয়াম পার্কে থাকবে না কোন বিনোদনমূলক রাইড। আজ কলকাতা পুরসভার বৈঠকে এমনটাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আগে মিলেনিয়াম পার্কে প্রবেশের জন্য লাগত ২০ টাকা। এবার মিলেনিয়াম পার্কে ঢুকতে গেলে লাগবে না সেই প্রবেশ মূল্য। উৎসবের মরশুম শুরু হয়ে গিয়েছে তাই সেইদিকে তাকিয়েই কলকাতা পুরসভার এই সিদ্ধান্ত বলে  জানলেন মেয়র পরিষদ (উদ্যান) দেবাশিস কুমার।
জানুয়ারি মাসেই কলকাতায় আসছেন বিদেশি অভ্যাগতরা। জি-টোয়েন্টি সামিটের বিভিন্ন ইভেন্টে যোগ দিতে তারা আসবেন। কলকাতা-সহ বিভিন্ন জায়গায় হবে এই ইভেন্ট। সেই কারণেই বিদেশি অতিথিদের সামনে কলকাতার সৌন্দর্যকে আরও ভালভাবে তুলে ধরতে একদিকে যখন এয়ারপোর্ট থেকে বাইপাস রাস্তা সুন্দর করে সাজিয়ে তোলা হচ্ছে, হচ্ছে সবুজায়ন, তেমনই গঙ্গার পাড কেও ঢেলে সাজানোর কথা ভাবছে কলকাতা পুরসভা।
advertisement
advertisement
গঙ্গার পাড়ের সৌন্দর্যায়ন নিয়েই আজ বৈঠক ছিল। অন্যদিকে বাইপাসের সৌন্দর্যের বিষয় নিয়েও বৈঠকে আলোচনা করা হয়। কলকাতা পুরসভা ছাড়াও কেএমডিএ-সহ সংশ্লিষ্ট অন্যান্য সংস্থার আধিকারিকেরা উপস্থিত ছিলেন। বৈঠকে মেয়র ফিরহাদ হাকিম এবং মেয়র পারিষদ দেবাশিস কুমার ছাড়া অন্য আধিকারিকেরা উপস্থিত ছিলেন। বৈঠক শেষে মেয়র পারিষদ সদস্য দেবাশীষ কুমার বলেন, জি-টোয়েন্টি সামিটে বিদেশি অতিথিরা আসবেন কলকাতা শহরে। বিভিন্ন জায়গায় তারা থাকবেন কলকাতা শহরের। বিভিন্ন পাঁচতারা হোটেল গুলিতে থাকবেন বিদেশি অতিথিরা। বিভিন্ন ইভেন্টে তাঁরা অংশগ্রহণ করবেন এজন্য তাঁরা কখনও বাইপাস, গঙ্গার পাড়ে যেতে পারেন৷ সেই কারণেই সৌন্দর্যায়নের  এই পরিকল্পনা৷
advertisement
দীর্ঘদিন ধরেই ঠিকাদার সংস্থার সঙ্গে বিবাদের জেরে কলকাতা অন্যতম সৌন্দর্যের পার্ক মিলেনিয়াম পার্ক বন্ধ ছিল। কেএমডির থেকে যে সংস্থা বরাত পেয়েছিল তারা সরকারকে টাকা না দেওয়ায় বন্ধ হয়ে গিয়েছিল মিলিনিয়াম পার্ক।
বাংলা খবর/ খবর/কলকাতা/
মিলেনিয়াম পার্কে ঢুকতে গেলে লাগবে না কোনও প্রবেশমূল্য! কবে থেকে? বিরাট সিদ্ধান্ত পুরসভায়
Next Article
advertisement
Kolkata Water Logging Update: মঙ্গলবারের পর কি বুধেও ভোগান্তি? শহরের কোন কোন রাস্তা থেকে নামল জল, জানাল পুরসভা
মঙ্গলবারের পর কি বুধেও ভোগান্তি? শহরের কোন কোন রাস্তা থেকে নামল জল, জানাল পুরসভা
  • দুপুরের পর থেকে কমে এসেছিল বৃষ্টি৷ যুদ্ধকালীন তৎপরতায় কাজ করছিল কলকাতা পুরসভাও৷ শেষ পর্যন্ত রাতের মধ্যেই শহরের বেশ কিছু গুরুত্বপূর্ণ রাস্তা থেকে জল সম্পূর্ণ সরিয়ে দেওয়া সম্ভব হয়েছে বলে দাবি করল কলকাতা পুরসভা৷ মঙ্গলবার রাত ৯টা পর্যন্ত যে রাস্তাগুলি থেকে জল নেমেছে, সেই রাস্তাগুলির একটি তালিকাও প্রকাশ করে পুর কর্তৃপক্ষ৷

VIEW MORE
advertisement
advertisement