এসএসসি-তে বয়স ভাঁড়িয়ে নিয়োগের অভিযোগ, সিবিআই তদন্তের নির্দেশ আদালতের

Last Updated:

অভিযোগে বলা হয়েছে, এই ক্ষেত্রে চাকরির বয়সসীমা ৪০ বছর৷ তার থেকে বেশি বয়সে নিয়োগ করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে৷

#কলকাতা: এসএসসি-তে বয়স ভাঁড়িয়ে নিয়োগের অভিযোগে হঠাৎ করেই ছড়াল চাঞ্চল্য৷ অভিযোগ, বয়স ভাঁড়িয়েই চাকরি করছেন অনেকে৷ নবম-দশমে এ ভাবে ২১ জন চাকরি পেয়েছে বলে অভিযোগ৷ আদালতে এই অভিযোগ ওঠায় মোট ২১ জন শিক্ষকের নিয়োগের বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছেন হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু৷
অভিযোগে বলা হয়েছে, এই ক্ষেত্রে চাকরির বয়সসীমা ৪০ বছর৷ তার থেকে বেশি বয়সে নিয়োগ করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে৷ বিচারপতি বসু বলেছেন, ‘‘এসএসসির দেওয়া মেধাতালিকা তথ্যেই স্পষ্ট হয়েছে বয়স পার হওয়ার পরেও চাকরি দেওয়া হয়েছে! এই তথ্যই সিবিআই তদন্তের দরকার। এমন লজ্জাজনক দুর্নীতি দেখলে পুরো প্যানেল বাতিল করে দেব’, স্বাভাবিক কারণে এই বিষয়ে নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে।
advertisement
advertisement
এর আগে, বয়সসীমা পার হওয়ার পরেও চাকরি, সঙ্গে শিক্ষাগত যোগ্যতা নম্বর বাড়ানোর অভিযোগে মামলা হয়। এই মামলার পরবর্তী শুনানি হবে জানুয়ারি মাসে৷ এ দিন এসএসসি মেধাতালিকা তুলে আদালতে দেখানো হয়৷ সেখানে উঠে আসে এক চাকরিজীবীর কথা৷ নবম-দশমে এমপ্যানেলড হয়েছেন সোমা দাস, অথচ তাঁর জন্ম ১৯৭৫ সালে৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
এসএসসি-তে বয়স ভাঁড়িয়ে নিয়োগের অভিযোগ, সিবিআই তদন্তের নির্দেশ আদালতের
Next Article
advertisement
Ajker Rashifal | Horoscope Today: রাশিফল ১৩ নভেম্বর, ২০২৫: দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
রাশিফল ১৩ নভেম্বর, ২০২৫: দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ
  • রাশিফল ১৩ নভেম্বর, ২০২৫

  • দেখে নিন আপনার আজকের দিন কেমন যাবে?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement