বইমেলা উপলক্ষে নবদ্বীপ বড়াল ঘাট থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। পীরতলা অ্যাথলেটিক ক্লাব ময়দানে এসে শেষ হয়। শোভাযাত্রার সামনে উপস্থিত ছিলেন নবদ্বীপের পঞ্চমবারের বিধায়ক তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী পুণ্ডরীকাক্ষ সাহা, নবদ্বীপ পুরসভার পুরপ্রধান বিমানকৃষ্ণ সাহা, নবদ্বীপ থানার ভারপ্রাপ্ত আধিকারিক অভিজিৎ চ্যাটার্জী সহ প্রতিটি ওয়ার্ডের কাউন্সিলর ও অন্যান্য গুণীজনেরা । এছাড়াও পদযাত্রায় অংশগ্রহণ করে নবদ্বীপ বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা ও সমাজের বিভিন্ন স্তরের মানুষজন।
advertisement
আরও পড়ুন: পরপর পাঁচটা বাইক রাখা, পুলিশ যেতেই ফাঁস হল আসল সত্যি
বইমেলা প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন ও যুগপুরুষ শ্রীচৈতন্য মহাপ্রভুর মূর্তিতে মাল্যদান করে বইমেলার সূচনা করেন বিধায়ক পুণ্ডরীকাক্ষ সাহা ও পুরপ্রধান বিমানকৃষ্ণ সাহা। পাশাপাশি মঙ্গল প্রদ্বীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে বইমেলার শুভ উদ্বোধন করেন আনন্দ পুরস্কার সহ একাধিক পুরস্কার প্রাপ্ত বিশিষ্ট সাহিত্যিক নলিনী বেরা। উদ্বোধনী মঞ্চে উপস্থিত ছিলেন কলকাতা প্রেস ক্লাবের সম্পাদক কিংশুক প্রামাণিক।।
করোনার জন্য গত দু'বছর জেলা বইমেলার আয়োজন অনেকটাই থমকে ছিল। এই বছর আবার সরকারি উদ্যোগে জেলা বইমেলাগুলোর পাশাপাশি অন্যান্য যে বইমেলাগুলি অনুষ্ঠিত হত সেগুলি আবার মহা সমারোহে চালু হয়েছে।
মৈনাক দেবনাথ