Birbhum News : পাঁচটা বাইক সার দিয়ে রাখা ছিল, পুলিশ গিয়ে বাড়ির মালিককেও ধরল
- Published by:Kaustav Bhowmick
- news18 bangla
Last Updated:
বাইক চুরির তদন্ত নেমে বড় সাফল্য বীরভূম জেলা পুলিশের। পাঁচটি বাইক উদ্ধারের পাশাপাশি গ্রেফতার ১
বীরভূম: বাইক চুরি কাণ্ডে বড় সাফল্য জেলা পুলিশের। বীরভূমের বিভিন্ন থানায় প্রায়শই বাইক চুরির অভিযোগ দায়ের হয়। সেই সকল অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্তে নেমে পুলিশ অনেক সময়ই চুরি যাওয়া বাইক উদ্ধার করতে সফল হয়। সেই ধারাবাহিকতা বজায় রেখেই ফের সাফল্য পেল জেলা পুলিশ। এবার চুরি যাওয়া পাঁচটি বাইক উদ্ধার করল তারা।
অভিযান চালিয়ে কাঁকরতলা থানার পুলিশ সাহাপুর থেকে এই পাঁচটি চুরি যাওয়া মোটরবাইক উদ্ধার করে। সেইসঙ্গে বাইক চুরি চক্রের সঙ্গে যুক্ত সন্দেহে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতকে সোমবার দুবরাজপুর আদালতে পেশ করা হয়। আদালত ধৃতর তিনদিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে।
advertisement
advertisement
গোপন সূত্রে খবর পেয়ে কাঁকরতলা থানার পুলিশ সাহাপুরের শেখ ইনসানের বাড়িতে হানা দেয়। সেখানেই পুলিশ দেখে পাঁচটি চুরি যাওয়া বাইক সার দিয়ে সাজিয়ে রাখা আছে। সঙ্গে সঙ্গে ওই পাঁচটি বাইক বাজেয়াপ্ত করে পুলিশ। এই চুরি চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে বাড়ির মালিক শেখ ইনসানকে গ্রেফতার করে তারা। এই ধৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে বাইক চুরি চক্রের গোড়ায় পৌঁছনোর চেষ্টা করছে পুলিশ। পাশাপাশি পুলিশ তদন্ত করে দেখছে এই ঘটনার সঙ্গে বড় কোনও মাথা যুক্ত আছে কিনা। এমনকি পাশের ঝাড়খণ্ড, বিহারের মত আন্তঃ রাজ্য পাচার চক্রের সঙ্গে এই বাইক চুরির যোগ থাকতে পারে বলেও সন্দেহ করছেন পুলিশ আধিকারিকরা তাই সেই বিষয়টাও তদন্ত করে দেখা হচ্ছে।
advertisement
মাধব দাস
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
January 17, 2023 5:23 PM IST