পরিবারের দাবি, গতকাল রাত ৮:৩০ নাগাদ বাড়ি থেকে বেরিয়েছিল ওই যুবক, রাতে আর বাড়িতে ফেরেনি। পরিবারের লোকজনেরা স্থানীয় এলাকায় খোঁজাখুঁজি করলেও ওই যুবককে পাওয়া যায়নি। এরপর ভোররাতে হঠাৎ ফোন আসে মানিক মণ্ডলের দেহ বাসন্তীতলা এলাকার একটি পুকুরে ভাসছে।
আরও পড়ুনঃ কাকদ্বীপে হুগলি নদীতে ভেসে এল মৃতদেহ, চাঞ্চল্য এলাকায়
advertisement
যদিও ঘটনাস্থলে পরিবার পৌঁছনোর আগেই পুলিশ গিয়ে স্থানীয়দের সহযোগিতায় মানিক মণ্ডলের দেহ পুকুর থেকে উদ্ধার করে শান্তিপুর হাসপাতালে নিয়ে যায়। যদিও চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে। ভোর রাতেই মৃতদেহটি উদ্ধার করে শান্তিপুর থানার পুলিশ। সোমবার সকালে শান্তিপুর থানায় এসে পৌঁছায় মৃত যুবকের পরিবার।
সূত্রের খবর ওই যুবক গতকাল রাতে ওই এলাকার পুকুরের ধার দিয়ে যাচ্ছিল, হঠাৎই চোর চোর শব্দ শোনায় নিজেই পুকুরের জলে ঝাঁপ মারে। পরিবার সূত্রে জানা যায় বেশ কয়েকদিন ধরেই পারিবারিক অশান্তিতে ভুগছিল ওই যুবক। গতকাল রাতে বাড়িতে কাউকে কিছু না জানিয়েই হঠাৎ বাড়ি থেকে বেরিয়ে যায়। তবে যুবকের মৃত্যুর ঘটনায় ইতিমধ্যে রহস্যের দানা বেঁধেছে পরিবারে। মৃতদেহটি ময়না তদন্তের জন্য মর্গে পাঠায় শান্তিপুর থানার পুলিশ, এ ছাড়াও যুবকের কীভাবে মৃত্যু হল তার তদন্ত শুরু করেছে পুলিশ।
Mainak Debnath