TRENDING:

Nadia: দেখে নিন মায়াপুর ইসকন মন্দিরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর অভিষেক

Last Updated:

মহাসমারোহে পালন করা হল শ্রীকৃষ্ণের ৫২৪৯ তম জন্মবার্ষিকী উৎসব। এদিন দুধ গঙ্গা জল দই সিঁদুর ইত্যাদি সহকারে অভিষেক করা হলো মায়াপুরের ইসকন মন্দিরের শ্রীকৃষ্ণের বিগ্রহকে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মায়াপুর : মহাসমারোহে পালন করা হল শ্রীকৃষ্ণের ৫২৪৯ তম জন্মবার্ষিকী উৎসব। এদিন দুধ গঙ্গা জল দই সিঁদুর ইত্যাদি সহকারে অভিষেক করা হলো মায়াপুরের ইসকন মন্দিরের শ্রীকৃষ্ণের বিগ্রহকে। অসংখ্য ভক্ত সমাগম লক্ষ্য করা গেছে এদিন ইসকন মন্দির প্রাঙ্গনে। সকালবেলা মঙ্গল আরতির পর শুরু হয় হোম যজ্ঞ। এরপর রাত্রিবেলা শুরু হয় শ্রীকৃষ্ণের অভিষেক। দেশ বিদেশের অসংখ্য ভক্তরা এদিনের শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসবে উপস্থিত হয়ে অনুষ্ঠানকে করে তুলেছিলেন পরিপূর্ণ। মহামারীর পরে আবারও স্বমহিমায় ফিরে এসেছে মায়াপুর ইসকন মন্দির।
advertisement

দূর দূরান্ত থেকে অসংখ্য ভক্তরা জন্মাষ্টমীর দিন এসে উপস্থিত হয়েছেন মায়াপুর ইসকন মন্দিরে। শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথিকে কেন্দ্র করে কার্যত নতুনরূপে সেজে উঠেছে ইসকন মন্দির। শুক্রবার গভীর রাতে শাস্ত্রীয় বৈদিক রীতিকে অনুসরণ করেই পালন করা হবে শ্রীকৃষ্ণের জন্মতিথির সমস্ত আচার অনুষ্ঠান বলে জানালেন মায়াপুর ইসকন মন্দিরের জনসংযোগ আধিকারিক রসিক গৌরাঙ্গ দাস।

advertisement

আরও পড়ুনঃ পাইকারি দামে মিলছে খুচরো মাল! সমস্যায় ব্যবসায়ীরা

ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথিকে কেন্দ্র করে আলোকসজ্জা সহ নিরাপত্তার বেষ্টনীতে সাজিয়ে তোলা হয়েছে সমগ্র ইসকন মন্দির প্রাঙ্গণ। প্রসঙ্গত গত দু’বছর করোনা মহামারীর কারণে জাঁকজমকপূর্ণভাবে জন্মাষ্টমী উৎসব পালন করা হয়নি, মায়াপুর ইসকন মন্দিরে। তবে এবছর বদলে গেছে চিত্রটা। দেশ বিদেশ থেকে অসংখ্য ভক্তের আগমন ঘটেছে মায়াপুর ইসকন মন্দির প্রাঙ্গনে।

advertisement

View More

আরও পড়ুনঃ কাজ দেওয়ার নাম করে লক্ষাধিক টাকার প্রতারণার অভিযোগ

ভোরবেলা থেকেই উৎসবের মেজাজে সেজে উঠেছে মন্দির নগরী মায়াপুর ইসকন। এই উৎসব চলবে সারাদিন। এরপর রাত্রিবেলা শুরু হবে শ্রীকৃষ্ণের অভিষেক। মহাসমারহে অসংখ্য ভক্তদের সাথে নিয়ে পালন করা হবে জন্মাষ্টমী উৎসব। সুতরাং বলা যেতে পারে গত দু'বছর পর উৎসবের মেজাজে সেজে উঠেছে মায়াপুর ইসকন মন্দির।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

Mainak Debnath

বাংলা খবর/ খবর/নদিয়া/
Nadia: দেখে নিন মায়াপুর ইসকন মন্দিরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর অভিষেক
Open in App
হোম
খবর
ফটো
লোকাল