এদিনের ম্যারাথন প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন ১৮০ জন পুরুষ এবং ৩৫ জন মহিলা প্রতিযোগী-সহ মোট ২১০ জন। এদিনের সফল প্রতিযোগীদের হাতে ১৫ হাজার টাকা, ১০ হাজার টাকা এবং ৭ হাজার ৫০০ টাকা, মেডেল এবং শংসাপত্র তুলে দেওয়া হয়। এদিনের ম্যারাথন প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন কৃষ্ণনগর পুলিশ জেলার পুলিশ সুপার ঈশানী পাল এবং পুলিশের অন্যান্য আধিকারিকেরা।
advertisement
আরও পড়ুন : ভরে উঠছে গোলা, বাড়তি লাভের আশায় বাড়িতে ধান ধরে রাখছেন শস্যভাণ্ডারের কৃষকরা
উল্লেখ করা যেতে পারে পথ নিরাপত্তা সম্পর্কে এখনও অনেকেই উদাসীন বলে মনে করছেন বিশেষজ্ঞ মহল। জাতীয় সড়ক থেকে শুরু করে বিভিন্ন রাস্তাঘাটে দুর্ঘটনার ঘটনা উঠে আসছে খবরের শিরোনামে। এর প্রধান কারণ হিসেবে মনে করা হচ্ছে বেপরোয়া গাড়ি চালানো ও ট্রাফিক আইন না মানা। যার ফলে প্রাণ হারাচ্ছে বহু সাধারণ মানুষ এবং গাড়ি চালকেরা। সেই কারণেই কৃষ্ণনগর পুলিশ জেলার এই উদ্যোগে সাধুবাদ জানিয়েছে সকলেই।