বসবাসকারী আরও একজন জানান, \"আমরা এখানে প্রায় দীর্ঘ ৫০ থেকে ৬০ বছর ধরে বসবাস করছি। আমাদের বাবা মায়েরা রেলে কাজ করতেন। ওনারা রিটায়েড হওয়ার পরে ছেলে মেয়ে নিয়ে আমরা এখানেই বসবাস করছি বহু বছর ধরে। দেশে আমাদের কোনও জায়গা জমি নেই। ছোটখাটো কাজ করে কোন রকমে সংসার চলে আমাদের। রেলের আধিকারিকরা এসে সাতদিন আগে আমাদের নোটিশ দিয়ে গেছেন। আমাদের দাবি রেলের তরফ থেকে প্রথমে আমাদের পুনর্বাসন দেওয়া হোক, তবেই আমরা এই স্থান পরিবর্তন করব\"।
advertisement
আরও পড়ুনঃ Nadia: মানসিক অবসাদের জেরে আত্মঘাতী শান্তিপুরের মহিলা
আরও পড়ুনঃ Nadia: বুদ্ধ পূর্ণিমার দিনেও একাধিক দোকানে পুজো ও হালখাতা
রানাঘাট পৌরসভার ভাইস চেয়ারম্যান আনন্দ দে জানান, \"রেলের অধীনস্থ কোয়ার্টারে অন্তত ২০০ এর বেশি পরিবার বসবাস করেন। তাদেরকে নোটিশ দিয়ে এই বাসস্থান পরিবর্তন করতে বলা হয়েছে রেলের পক্ষ থেকে। আমরা বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো। আমাদের দাবি রেলের তরফ থেকে এই পরিবারগুলোকে পুনর্বাসন দেওয়া হোক। না হলে আমাদের আন্দোলন চলতে থাকবে।\"
Mainak Debnath