রাজবাড়ীর দুর্গাপুজোর রয়েছে একাধিক বিশেষ নিয়ম কানুন। প্রতিবারের মতো এবারও প্রতিপদ থেকেই জ্বলে উঠলো হোম কুণ্ডলী, চলবে নবমী পর্যন্ত। প্রতিপদ থেকেই নদিয়ার কৃষ্ণনগর রাজবাড়ীতে জ্বলে উঠল হোম কুণ্ডলী। রাজা কৃষ্ণচন্দ্র প্রতিষ্ঠিত রাজবাড়ীর রাজরাজেশ্বরীর হোম কুন্ডলী চলবে নবমী পর্যন্ত। এই রীতি রয়েছে বহু প্রাচীনকাল থেকেই। আর এই হোম কুন্ডলীর মাধ্যমেই দুর্গাপুজোর সূচনা হয়ে গেল কৃষ্ণনগর রাজবাড়িতে। রাজবাড়ির রাজ পুরোহিত ছাড়া এদিন এই পুজোয় উপস্থিত ছিলেন বর্তমান রাজ পরিবারের সদস্যরা।
advertisement
আরও পড়ুনঃ জলঙ্গি নদীকে বাঁচাতে কৃষ্ণনগরে পদযাত্রার আয়োজন
রাজবাড়ির রাজ দালানের দেবী রাজরাজেশ্বরীর ডান প্রান্তে তৈরি রয়েছে বিশালাকার একটি হোম কুণ্ডলী। এখানেই প্রতিপদ থেকে শুরু হওয়া হোম অনবরত চলতে থাকবে নবমী পর্যন্ত। শুধু রাজ পরিবারের মঙ্গল নয়, সমগ্র নদিয়াবাসীর মঙ্গল কামনাতেই এই হোম কুণ্ডলী জ্বলে ওঠে বলে জানান বর্তমান রানিমা অমৃতা দেবী। প্রতিপদ থেকে শুরু হওয়া রীতি অনুযায়ী এই হোম কুন্ডলীতে প্রচুর পরিমাণে বেলকাঠ, ঘি, গঙ্গাজল প্রয়োজন হয়। বর্তমানে রাজবাড়ির রাজ পুরোহিতদের দ্বারা অনবরত জ্বলতে থাকে এই হোম কুণ্ডলী।
Mainak Debnath