Nadia News: জলঙ্গি নদীকে বাঁচাতে কৃষ্ণনগরে পদযাত্রার আয়োজন
- Published by:Soumabrata Ghosh
Last Updated:
জলঙ্গি নদী রক্ষা এবং তাকে দূষণমুক্ত করার জন্য এক পদযাত্রার আয়োজন করা হলো কৃষ্ণনগরে। জলঙ্গি নদীকে বলা হয় কৃষ্ণনগরের প্রাণ। বহু মানুষ জলঙ্গী নদীর উপর নির্ভর করে তাদের জীবিকা নির্বাহ করেন।
#কৃষ্ণনগর : জলঙ্গি নদী রক্ষা এবং তাকে দূষণমুক্ত করার জন্য এক পদযাত্রার আয়োজন করা হলো কৃষ্ণনগরে। জলঙ্গি নদীকে বলা হয় কৃষ্ণনগরের প্রাণ। বহু মানুষ জলঙ্গী নদীর উপর নির্ভর করে তাদের জীবিকা নির্বাহ করেন। বিশেষত মৎস্যজীবীরা জলঙ্গি নদীতে মাছ ধরে সেই মাছ বিক্রি করে মুনাফা অর্জন করেন। তবে বিগত বেশ কয়েক বছর ধরে অত্যাধিক হারে বেড়ে গিয়েছে জলঙ্গি নদীর দূষণ। তার একাধিক কারণ রয়েছে, যেমন লাগাতার জলঙ্গি নদীতে ফেলা হচ্ছে দূষিত পদার্থ। এছাড়াও বিভিন্ন নর্দমা ও ড্রেনের জল এসে মিশছে জলঙ্গি নদীতে।
বাংলাদেশ থেকে দূষিত বজ্র পদার্থ এসেও মেশে এই জলঙ্গি নদীতে। সেই কারণে লাগাতার বেড়েই চলেছে জলঙ্গি নদীর দূষণের মাত্রা। সেই কারণে জলঙ্গি নদীতে দূষণমুক্ত করতে সাধারণ মানুষকে সচেতন বার্তা দিতে এক পদযাত্রার আয়োজন করলো কৃষ্ণনগর সেভ জলঙ্গি। কৃষ্ণনগর সেভ জলঙ্গি ছাড়াও একাধিক স্বেচ্ছাসেবী সংগঠন ও প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন সচেতনতামূলক শিবির আয়োজন করা হয়েছে এর আগে থেকেই।
advertisement
আরও পড়ুনঃ উৎসবের মরশুমে মানবিক পুলিশ, নিজেদের বেতন থেকে দুঃস্থ মানুষদের বস্ত্র দান
সমাজসেবক ও বিশিষ্ট চিকিৎসক ড: যতন রায় চৌধুরী জলঙ্গি নদীকে বাঁচাতে সাধারণ মানুষের উদ্দেশ্যে জানান, "এই পদযাত্রার মধ্যে দিয়ে সমস্ত সাধারণ মানুষের কাছে সচেতনতার বার্তা আমরা তুলে দিয়েছি, এই নদী বাঁচান জীবন বাঁচান। আগামী দিনে নদী না থাকলে মানুষ থাকবে না।" সেই কারণেই কৃষ্ণনগর বিসর্জন ঘাটের থেকে সেভ জলঙ্গির উদ্যোগে শুরু হয় এই বিশেষ পথযাত্রা। নদীকে বাঁচাতে এই মহান উদ্যোগে শামিল হয়েছিল একাধিক কচিকাঁচারাও।
advertisement
advertisement
Mainak Debnath
Location :
First Published :
September 28, 2022 4:49 PM IST