এ বারে তাদের পুজোর বিশেষ আকর্ষণ মহিলা ঢাকি। সাধারণত মানুষ শোভাযাত্রা করে থাকে পুজোর পরে। তবে মাজদিয়া আদিত্যপুর ইউনাইটেড ক্লাবের পুজো কমিটির সদস্যরা মনে করেন পুজোর পরে ভারাক্রান্ত মনে শোভাযাত্রা না করে বরং পুজোর আগে দেবীকে পুজো মণ্ডপে নিয়ে আসার সময় শোভাযাত্রা হোক।
আরও পড়ুনঃ খোকাবাবুর খেলাঘরের 'নায়ক' ভুবন! সুপারহিট যাত্রাপালার কয়েক ঝলক ফাঁস! দেখুন
advertisement
শোভাযাত্রায় তাসা-কাঁসর না বাজিয়ে, নিয়ে আসা হয়েছে ঐতিহ্যের সানাই। সানাই ও ঢাকের বাদ্যযন্ত্রের সহযোগে এ বারে জগদ্ধাত্রী পুজোয় মেতে উঠেছেন আট থেকে আশি।
পুজোর আরও এক বিশেষ আকর্ষণ মহিলা ঢাকি। আগে সিরিয়ালে মহিলা ঢাকি দেখতে পেয়েছি। তবে বাস্তবেও মহিলারা যে ঢাক বাজান এবং সেই ঢাক বাজানোকে পেশা হিসেবে নিয়েছেন তা অনেকেই হয়তো জানেন না।
মহিলাদের এই পেশায় আরও উৎসাহ দিতেই উত্তর ২৪ পরগণার হাবড়া থেকে নিয়ে আসা হয়েছে একদল মহিলা ঢাকি। দীর্ঘ ছ'বছর ধরে তারা ঢাক বাজাচ্ছেন এবং ঢাক বাজানোকেই পেশা হিসেবে নিয়েছেন। মহিলা ঢাকি ও সানাইয়ের সুরে এ বারে তাদের জগদ্ধাত্রী পুজো হয়ে উঠেছে অনন্য।
Mainak Debnath