TRENDING:

Jagadhatri Puja 2022|| কী কাণ্ড! রাজপথে নামলেন 'যমুনা ঢাকি'! নদিয়ার জগদ্ধাত্রী পুজোয় জনসমুদ্র

Last Updated:

Jamuna Dhaki like Female dhaki at Jagadhatri Puja: মাজদিয়া আদিত্যপুর ইউনাইটেড ক্লাবের পুজো কমিটির সদস্যরা মনে করেন পুজোর পরে ভারাক্রান্ত মনে শোভাযাত্রা না করে বরং পুজোর আগে দেবীকে পুজো মণ্ডপে নিয়ে আসার সময় শোভাযাত্রা হোক।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মাজদিয়া: আজ জগদ্ধাত্রী পুজো। এই পুজো আগে কৃষ্ণনগর এবং চন্দননগরের মধ্যে সীমাবদ্ধ থাকলেও এখন এই পুজো ছড়িয়ে পড়েছে রাজ্যের বিভিন্ন জেলায়। নদিয়া জেলাতেও কৃষ্ণনগরের মধ্যেই শুধু আর জগদ্ধাত্রী পুজো আর সীমাবদ্ধ নেই। বর্তমানে এই পুজো হয় জেলার বিভিন্ন প্রান্তে। ঠিক তেমনই মাজদিয়ার আদিত্যপুর ইউনাইটেড ক্লাবের ১৭ বছরের পদার্পণ করল এ বারের জগদ্ধাত্রী পুজো।
advertisement

এ বারে তাদের পুজোর বিশেষ আকর্ষণ মহিলা ঢাকি। সাধারণত মানুষ শোভাযাত্রা করে থাকে পুজোর পরে। তবে মাজদিয়া আদিত্যপুর ইউনাইটেড ক্লাবের পুজো কমিটির সদস্যরা মনে করেন পুজোর পরে ভারাক্রান্ত মনে শোভাযাত্রা না করে বরং পুজোর আগে দেবীকে পুজো মণ্ডপে নিয়ে আসার সময় শোভাযাত্রা হোক।

আরও পড়ুনঃ খোকাবাবুর খেলাঘরের 'নায়ক' ভুবন! সুপারহিট যাত্রাপালার কয়েক ঝলক ফাঁস! দেখুন

advertisement

শোভাযাত্রায় তাসা-কাঁসর না বাজিয়ে, নিয়ে আসা হয়েছে ঐতিহ্যের সানাই। সানাই ও ঢাকের বাদ্যযন্ত্রের সহযোগে এ বারে জগদ্ধাত্রী পুজোয় মেতে উঠেছেন আট থেকে আশি।

View More

পুজোর আরও এক বিশেষ আকর্ষণ মহিলা ঢাকি। আগে সিরিয়ালে মহিলা ঢাকি দেখতে পেয়েছি। তবে বাস্তবেও মহিলারা যে ঢাক বাজান এবং সেই ঢাক বাজানোকে পেশা হিসেবে নিয়েছেন তা অনেকেই হয়তো জানেন না।

advertisement

মহিলাদের এই পেশায় আরও উৎসাহ দিতেই উত্তর ২৪ পরগণার হাবড়া থেকে নিয়ে আসা হয়েছে একদল মহিলা ঢাকি। দীর্ঘ ছ'বছর ধরে তারা ঢাক বাজাচ্ছেন এবং ঢাক বাজানোকেই পেশা হিসেবে নিয়েছেন। মহিলা ঢাকি ও সানাইয়ের সুরে এ বারে তাদের জগদ্ধাত্রী পুজো হয়ে উঠেছে অনন্য।

সেরা ভিডিও

আরও দেখুন
আতঙ্কের রাত শেষ হওয়ার আগেই এল 'মহা'প্লাবন! বাঁধ ভেঙে তলিয়ে গেল সব
আরও দেখুন

Mainak Debnath

বাংলা খবর/ খবর/নদিয়া/
Jagadhatri Puja 2022|| কী কাণ্ড! রাজপথে নামলেন 'যমুনা ঢাকি'! নদিয়ার জগদ্ধাত্রী পুজোয় জনসমুদ্র
Open in App
হোম
খবর
ফটো
লোকাল