পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধির ফলে অন্ধ্রপ্রদেশ থেকে মাছ আনার খরচ গত কয়েক মাসে এক লাফে অনেকটাই বেড়ে গিয়েছে। যার জেরে মাছ কম আসছে বলে জানিয়েছেন আড়তদারেরা। আর সেই কারণেই জামাইষষ্ঠীর আগে মাছের বাজার গরম থাকবে বলে জানিয়েছেন আড়তদার থেকে শুরু করে মাছ বিক্রেতারা।
আরও পড়ুনঃ সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে ব্যাটারি চালিত সাইকেল বানিয়ে তাক লাগালেন বগুলার যুবক!
advertisement
রানাঘাটের এক মাছ বিক্রেতা জানান পয়লা বৈশাখের পর থেকেই অন্ধ্রপ্রদেশ থেকে মাছের আমদানি কম হওয়ার কারণে মাছের দাম বৃদ্ধি পেয়েছে। আগে যেই মাছের চালান হত ১৩০ থেকে ১৩৫ টাকা এখন সেই মাছ চালান দিতে হচ্ছে ১৪৫ থেকে ১৫০ টাকা করে।
আরও পড়ুনঃ মাধ্যমিক পরীক্ষায় ফেল করায় চরম সিদ্ধান্ত শান্তিপুরের স্কুল ছাত্রীর
সেই কারণে নাজেহাল হতে হচ্ছে মধ্যবিত্তদের। এমনকি দাম বাড়ার সাথে সাথে মাছের চাহিদা কিছুটা কমে ছিল তবে জামাইষষ্ঠী প্রাক্কালে চাহিদা অনুযায়ী মাছের যোগান না থাকায় বাজারে গেলে পকেট বেশ খানিকটা হাল্কা করতে হচ্ছে মধ্যবিত্ত বাঙ্গালীদের।
Mainak Debnath