আরও পড়ুন: ছিল স্কুল, হয়ে গেল ট্রেন! এবার ট্রেনে চড়েই ক্লাস করবে পড়ুয়ারা! ভাইরাল ভিডিও
কৃষ্ণনগর নগেন্দ্রনগরে যেই জায়গা থেকে শুরু হয়েছে অঞ্জনা নদী, সেই জলঙ্গি ও অঞ্জনার উৎসমুখ দীর্ঘকাল ধরেই অবরূদ্ধ। উৎসমুখ অবরূদ্ধ থাকায় অঞ্জনায় জলঙ্গি থেকে জল প্রবেশ করতে পারে না। ইতিপূর্বে কিশোর বাহিনীর উদ্যোগে দুই দিনের অঞ্জনা বাঁচাও পদযাত্রা হয়েছিল আর জলঙ্গী নদী সমাজের উদ্যোগে সাইকেল যাত্রা হয়েছিল। এবার সরাসরি পথে নামল নদী ও পরিবেশ কর্মীরা।
advertisement
আরও পড়ুন: মোমোর পর বাজার মাতাচ্ছে গন্ধরাজ এগরোল, চেখে দেখতে আজই যান এই দোকানে
এদিন সকালে অঞ্জনা নদীকে রক্ষা করার বার্তা দিতে প্রতীকি কর্মসূচি পালন করল পরিবেশ কর্মীরা।অঞ্জনা নদী বাঁচাও কমিটি ও জলঙ্গি নদী সমাজের যুগ্ম আহব্বানে এই কর্মসূচীতে সামিল হয়েছিল নদিয়া পরিবেশ মঞ্চ, কিশোর বাহিনী, নর্মান বেথুন, ইউনাইটেড রেড স্টার, বিজ্ঞান মঞ্চের সংগঠকেরা। এই কর্মসূচীর সঙ্গে গভঃ কলেজের মাঠ পরিষ্কারের উদ্যোগ নেয় এই সংগঠনের সকল সদস্যরা। এছাড়া কৃষ্ণনগর পৌরসভা ও পৌরসভার ২৩ নং ওয়ার্ডের কাউন্সিলর এবং তার অফিসের তিন জন প্রতিনিধি এবং তার ওয়ার্ডের চার জন সাফাই কর্মী উপস্থিত ছিলেন এবং তারাও মাঠ পরিষ্কার করার কাজে হাত লাগিয়েছিলেন।
এই কর্মসুচিতেই জলঙ্গি ও অঞ্জনার অবরূদ্ধ বাঁধ কেটে দেওয়া হয়। কিছুদিন আগেও দুই নদীর মাঝে কয়েক ফুট জল চলাচলের জায়গা ছিল। ইদানীং সেটাও বন্ধ করে দেওয়া হয়েছিল। এদিন পরিবেশ কর্মীরা সদলে উপস্থিত থেকে বন্ধন মুক্ত করে দেয়। দীর্ঘ দিন পরে মিলে যায় দুই নদী জলঙ্গী ও অঞ্জনা।
Mainak Debnath