Viral Video: ছিল স্কুল, হয়ে গেল ট্রেন! এবার ট্রেনে চড়েই ক্লাস করবে পড়ুয়ারা! ভাইরাল ভিডিও
- Published by:Piya Banerjee
- hyperlocal
- Reported by:MAINAK DEBNATH
Last Updated:
Viral Video: স্কুল নাকি ট্রেন? এ কী ঘটল এই স্কুলে? দেখলে অবাক হবেন
নবদ্বীপ: স্কুলের মধ্যেই এক্সপ্রেস ট্রেনের কামরা! ছাত্র-ছাত্রীদের স্কুলমুখী করতে বিশেষ উদ্যোগ শিক্ষকদের। ট্রেন আমাদের দেশের অপরিহার্য একটি অঙ্গ। বলা হয় ভারতবর্ষের রেল পরিষেবা পৃথিবীর মধ্যে তৃতীয় বৃহত্তম। ভারতের অর্থনৈতিক পরিকাঠামো থেকে শুরু করে দেশের একাধিক গুরুত্বপূর্ণ বিষয় অনেকাংশেই নির্ভর করে রেলের উপর। সেই রেলের কামরাকেই ফুটিয়ে তোলা হল শ্রেণিকক্ষের দেওয়ালে।
নবদ্বীপ উত্তর চক্রের অন্তর্গত মায়াপুর পূর্ব মোল্লাপাড়া প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক ও অন্যান্য শিক্ষক-শিক্ষিকাদের উদ্যোগে ছাত্রছাত্রীদের স্কুলমুখী করতে শ্রেণিকক্ষের দেওয়ালকে পরিণত করা হল অবিকল একটি এক্সপ্রেস ট্রেনের কামরাতে। স্কুলের প্রধান গেট খোলার পরেই শ্রেণিকক্ষের দেয়াল দেখলে মনে হবে একটি এক্সপ্রেস ট্রেনের কামরাকে বসিয়ে রাখা হয়েছে স্কুলের ভেতর। দেওয়ালের মধ্যেই তৈলচিত্র দিয়ে ফুটিয়ে তোলা হয়েছে অবিকল ট্রেনের দরজা এবং জানালা। যদিও সেগুলো সম্পূর্ণই নকল। তবে একটু দূর থেকে দেখলে তা বোঝার উপায় নেই।
advertisement
advertisement
পূর্ব মোল্লাপাড়া প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক হিরণ শেখ জানান, “আমাদের দেশের ট্রেন একটি ঐতিহ্যবাহী যানবাহন। বিদ্যালয়ের ছোট ছোট কচিকাঁচার কেউ হয়ত ট্রেনে চড়েছে কেউ হয়ত ট্রেন দেখেওনি এখনো পর্যন্ত, সেই কারণেই আমাদের এই বিশেষ উদ্যোগ। এছাড়াও বিভিন্ন রঙিন তৈলচিত্র ও কার্টুন ছাত্র-ছাত্রীদের আকৃষ্ট করে। মূলত ছাত্র-ছাত্রীদের বেশি করে স্কুলমুখী করার জন্য আমাদের এই উদ্যোগ”।
advertisement
উল্লেখ্য এর আগে একাধিকবার এই বিদ্যালয় উঠে এসেছে খবরের শিরোনামে। কখনো তাদের বালা ওয়ার্কের মাধ্যমে, কখনো উন্নত পুষ্টি সম্পন্ন মিড ডে মিল দেওয়ার মাধ্যমে কিংবা কখনও সম্পূর্ণ শিক্ষকদের সহযোগিতায় স্কুলের মধ্যে ছাত্র-ছাত্রীদের প্রশিক্ষণের জন্য কম্পিউটার আনার জন্য। একের পর এক ছাত্রছাত্রীদের সঠিক এবং উন্নতমানের শিক্ষা দেওয়ার জন্য শিক্ষক শিক্ষিকাদের এই উদ্যোগে খুশি অভিভাবকেরাও।
advertisement
Mainak Debnath
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
October 26, 2023 9:18 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Viral Video: ছিল স্কুল, হয়ে গেল ট্রেন! এবার ট্রেনে চড়েই ক্লাস করবে পড়ুয়ারা! ভাইরাল ভিডিও