আরও পড়ুন: পুজো শুরুর আগে চরম ব্যস্ত শিশু শিল্পীরা
বেঙ্গালুরুর আর টি নগর সর্বজনীন দুর্গা উৎসব কমিটির বাজনার থেকে খাজনা কোনও অংশে কম নয়। মেদিনীপুর থেকে ঢাকি, বারাসত থেকে পুরোহিত, কলকাতা থেকে দশকর্মা এসব নিয়ে আকাশ পথে উড়ে যান সেখানকার পুজো উদ্যোক্তারা। কলকাতার ইভেন্ট ম্যানেজমেন্ট শিল্পী সায়ক রাজের ১০ জনের একটি টিম দুর্গাপুজো, লক্ষ্মীপুজো, কালীপুজোয় পরপর বেঙ্গালুরুর প্রবাসী বাঙালিদের সাবেকি পুজোর স্বাদ দিতে যাবতীয় আয়োজন করেছেন।
advertisement
শান্তিপুরের প্রতিমা শিল্পী সৌরাজ পাল বেঙ্গালুরুর এই পুজো কমিটির দুর্গা, লক্ষ্মী, কালী সব প্রতিমা তৈরি করেছেন। আয়োজকরা সবকটি প্রতিমা নিয়ে বেঙ্গালুরর উদ্দেশ্যে রওনা হয়েছেন। সায়ক রাজের ওই ইভেন্ট ম্যানেজমেন্টের সদস্য দীপ কুমার দেব জানান, চন্দননগর থেকে আলোকসজ্জা এবং মণ্ডপ সজ্জার কিছু অংশ যাবে দুটি গাড়িতে। শান্তিপুর থেকে একটি কন্টেনারে কাঠের কাঠামো দিয়ে বিশেষভাবে প্যাকিং করে যাবে ১৪ ফুট চওড়া এবং ১২ ফুট উচ্চতার লম্বা তিনটি অংশে বিভক্ত সুবিশাল দুর্গা মূর্তি। সড়কপথে টানা চার দিন এবং চার রাত চলে অবশেষে মা দুর্গা বেঙ্গালুরু পৌঁছবেন।
মৈনাক দেবনাথ