Nadia News: পুজো শুরুর আগে চরম ব্যস্ত শিশু শিল্পীরা
- Published by:kaustav bhowmick
- news18 bangla
- Reported by:MAINAK DEBNATH
Last Updated:
দুর্গাপুজো উপলক্ষে আয়োজিত বিভিন্ন সংস্কৃতিক অনুষ্ঠানে শিশু শিল্পীদের কদর থাকে বেশি। তাই এই মুহূর্তে তাদের শেষ পর্যায়ের প্রস্তুতি চলছে
নদিয়া: সামনেই দুর্গাপুজো। আর সেই উপলক্ষে শেষ মুহূর্তের প্রস্তুতি সারছে শিশু শিল্পীরা। দুর্গাপুজো বাঙালির শ্রেষ্ঠ উৎসব। এই পাঁচদিনের জন্য সারা বছর অপেক্ষা করে থাকে বাঙালিরা। কেউ আশা করে থাকেন পুজোতে ভালো ব্যবসা করবেন, কেউবা আশা করে থাকেন পুজোতে নিজের শিল্পকলা প্রদর্শন করার। ঠিক তেমনই দুর্গাপুজো উপলক্ষে বিভিন্ন পাড়ায় পাড়ায় বর্তমানে হয়ে থাকে সাংস্কৃতিক অনুষ্ঠান। যার মধ্যে রয়েছে নাচ গান নাটক কবিতা আবৃত্তি ইত্যাদি। এই সমস্ত শিল্পকলা প্রদর্শন করার জন্য পুজোর উদ্যোক্তারা ভাড়া করে থাকেন একাধিক শিল্পীদের। তার মধ্যে বাদ পড়ে না ছোটরাও। সেই লক্ষ্যে পুজোর আগে শেষ মুহূর্তের প্রস্তুতি নিতে দেখা গেল শান্তিপুরের শিশু শিল্পীদের।
পুজোর সময় এবং বিজয়া দশমীর পর পুজো উদ্যোক্তারা বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করে থাকেন। সেখানে বিশেষ কদর থেকে শিশু শিল্পীদের। সাধারণ মানুষ শিশুদের নাচ গান আবৃত্তি শুনতে ভালবাসে।
advertisement
শান্তিপুরের সংগীত বিশারদ সঞ্জীব প্রামানিক, নৃত্যের শিক্ষিকা ডোনা সাহা, আবৃত্তি শিক্ষিকা কাকলি ঘোষ বর্মন রায়, এছাড়াও মাউথ অর্গান প্রশিক্ষণ কেন্দ্র ঐক্যতান, থিয়েটার গ্রুপ রঙ্গপীঠ ইত্যাদি একাধিক শিক্ষক-শিক্ষিকারা বর্তমানে চরম ব্যস্ত শিশু শিল্পীদের অনুষ্ঠানের জন্য তৈরি করতে। অবশ্য এই প্রস্তুতি বেশ উপভোগ করছে শিশুরা। তারাও অধীর আগ্রহে অপেক্ষা করছে মঞ্চে উঠে নিজেদের পারফরম্যান্স দেখানোর জন্য।
advertisement
মৈনাক দেবনাথ
Location :
Kolkata,West Bengal
First Published :
October 13, 2023 7:15 PM IST