গত ২ অক্টোবর মুর্শিদাবাদের এক যুবক পথ দুর্ঘটনায় গুরুতর আহত হন। তাঁকে তড়িঘড়ি মুর্শিদাবাদ মেডিকেল কলেজে ভর্তি করানো হয়। অবস্থার অবনতি হলে তাঁকে কলকাতার হাসপাতালে রেফার করা হয় মুর্শিদাবাদ মেডিকেল কলেজ থেকে। সেইমতো ওই যুবককে কলকাতায় নিয়ে যাওয়ার পথে ঘটে আরেক মর্মান্তিক দুর্ঘটনা। নদিয়ার ধুবুলিয়ার মায়াকোলের কাছে একটি ডাম্পারের সঙ্গে রোগীর অ্যাম্বুল্যান্সের মুখোমুখি সংঘর্ষ হয়! ঘটনাস্থলেই মৃত্যু হয় গাড়িতে থাকা দু'জনের। এরপর বিগত তিন মাস কেটে গিয়েছে, রোগীর পরিবারের অভিযোগ ওই দুই ব্যক্তির ডেথ সার্টিফিকেট এখনও তাঁরা হাতে পাননি।
advertisement
আরও পড়ুন: গ্রামে হঠাৎ পুলিশের হানা, ঘিরে ফেলল বাড়ি! কারণ শুনে অবাক গ্রামবাসীরা
গত তিন মাস ধরে বারবার ধুবুলিয়া-১ ও ২ পঞ্চায়েত অফিসে হত্যে দিয়েও কোনও ফল হয়নি বলে দাবি মৃতের পরিজনদের। হাসপাতালেও একাধিকবার গিয়েছেন তাঁরা। কিন্তু সভ জায়গা থেকেই খালি হাতে ফিরতে হয়েছে বলে অভিযোগ। সেই কারণেই সোমবার ধুবুলিয়ার বিডিও-র দারস্থ হন। মৃতের পরিজনরা পরে জানান, বিডিও সব কিছু খতিয়ে দেখে সঠিক পদক্ষেপ করার আশ্বাস দিয়েছেন।
ধুবুলিয়া-২ পঞ্চায়েতের বিরুদ্ধে তাঁরা অভিযোগ তুলে বলেন, "প্রধান বলেছেন ডেথ সার্টিফিকেট নেওয়ার জন্যে যে কাগজ লাগে সেটিতে কিছু তথ্য ভুল আছে। এমনকি পুলিশের রিপোর্টেও ভুল আছে বলে দাবি করে পঞ্চায়েত। তাই তারা ডেথ সার্টফিকেট দিতে অস্বীকার করে।" এই ভুল কে সংশোধন করবে এবং কোথায় গেলে তাঁরা ডেথ সার্টফিকেট পাবেন সেই ভেবেই অস্থির পরিবারটি।
মৈনাক দেবনাথ