Malda News: গ্রামে হঠাৎ পুলিশের হানা, ঘিরে ফেলল বাড়ি! কারণ শুনে অবাক গ্রামবাসীরা

Last Updated:

শান্ত স্বভাবের দিনমজুরের বাড়ি ভর্তি হয়ে আছে তাজা বোমায়! গোপন সূত্রে খবর পেয়েই হানা দিল পুলিশ, ঘিরে ফেলল গোটা বাড়ি

+
title=

মালদহ: হঠাৎ গ্রামে পুলিশ বাহিনী। কেউ কিছু বোঝার আগেই গ্রামের একটা বাড়ি ঘিরে ফেলল। চারিদিক থেকে বাড়িটাকে ঘিরে শুরু হল তল্লাশি। এর কিছুক্ষণ পর পুলিশ ওই বাড়ির মালিককে আটক করে। তারপরেও বেশ কিছুক্ষণ পুলিশ ঘিরে রাখে বাড়িটি। কিন্তু কারণ কী?
কারণ কী সেটা জানার আগে জেনে নেওয়া যাক কোথায় এমন ঘটনা ঘটেছে। মালদহের মানিকচক থানার ধরমপুর পঞ্চায়েতের জেসরোতটোলা গ্রামে সোমবার সকালে হঠাৎই হানা দেয় পুলিশ। তাদের লক্ষ্য ছিল পেশায় দিনমজুর আব্দুল কালামের বাড়ি। গোপন সূত্রে পুলিশ খবর পেয়েছিল, ওই বাড়িটিতে বিপুল পরিমাণে বোমা মজুত করে রাখা আছে।
advertisement
advertisement
পুলিশের থেকে প্রথমে গোটা বিষয়টি জেনে বিশ্বাস করতে চাননি গ্রামবাসীরা। কারণ তাঁদের দাবি, আব্দুল কালাম অত্যন্ত শান্ত একজন মানুষ। তাঁর বাড়িতে কোনোভাবেই বোমা থাকতে পারে না। যদিও বিষয়টি শুধু পুলিশেই থামেনি। এরপর তারা খবর দেয় বোম্ব স্কোয়াডকে। এই ঘটনায় গ্রামে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। এদিকে পুলিশ বাড়ির মালিক আব্দুল কালামকে আটক করেছে।
advertisement
ঘটনা হল, পঞ্চায়েত নির্বাচন যত এগিয়ে আসছে ততই রাজ্যে বোমা-বন্দুক উদ্ধারের ঘটনা বাড়ছে। সেই সঙ্গে হানাহানি, খুনোখুনিও ক্রমশই বাড়ছে। এদিনই দক্ষিণ ২৪ পরগনা থেকে দুটি পৃথক ঘটনায় তিন দুষ্কৃতিকে বন্দুক সহ গ্রেফতার করেছে পুলিশ। এরই মধ্যে মালদহের দিনমজুরের বাড়িতে বোমা মজুত রাখার খবর আতঙ্ক আরও বাড়িয়ে তুলেছে।
হরষিত সিংহ
বাংলা খবর/ খবর/মালদহ/
Malda News: গ্রামে হঠাৎ পুলিশের হানা, ঘিরে ফেলল বাড়ি! কারণ শুনে অবাক গ্রামবাসীরা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement