একসময় সার্কাসে নানা পশু-পাখির খেলা দেখা যেত। ছোটদের কাছে ওগুলোই ছিল মূল আকর্ষণ। কিন্তু পরবর্তীতে ভারত সরকারের তরফ থেকে পশুপাখি নিয়ে খেলা বন্ধ করে দেওয়া হয়। ফলে এখন আর সার্কাসের আগের জৌলুস নেই বলে মনে করছেন দর্শকেরা।
আরও পড়ুন: অনুষ্ঠানে আসেননি দেবশ্রী, বাদ্যযন্ত্র আটকে বিক্ষোভ, অবশেষে বাড়ি ফিরলেন শিল্পীরা
advertisement
আরও পড়ুন: ‘অ্যাই নেমে যা’, মঞ্চে বাংলা গান গেয়ে হেনস্থার শিকার লোপামুদ্রা! পাল্টা জবাব গায়িকার
বাঘের খেলা নেই, নেই হাতি জলহস্তিও। পাখি, কুকুরের মতো ছোট জীবজন্তু নিয়ে কিছুদিন আগে পর্যন্ত খেলা চললেও এখন তাও বন্ধ করে দিয়েছে সরকূ। পরিস্থিতির চাপে বহু সার্কাস কোম্পানি ইতিমধ্যেই বন্ধের মুখে। তবে এতদিন পর হারিয়ে যাওয়া বিনোদনের স্বাদ ফিরিয়ে দিতে কৃষ্ণনগরের বারো দোলের মেলা উপলক্ষে রাজবাড়ির ময়দানে তাঁবু ফেলেছে 'টারজান সার্কাস'।
উদ্বোধনের দিন থেকে এখনও পর্যন্ত মানুষের সাড়া পাওয়া গেল কমবেশি, তাতে ঘুরে দাঁড়ানোর ব্যাপারে যথেষ্ট আশাবাদী 'টারজান সার্কাস' কোম্পানি। আগামী বেশ কিছুদিন জেলার নানা প্রান্ত থেকে মানুষ এই সার্কাস দেখতে ভিড় জমাবেন বলেই আশা করছেন উদ্যোক্তারা।
Mainak Debnath