Lopamudra Mitra: ‘অ্যাই নেমে যা’, মঞ্চে বাংলা গান গেয়ে হেনস্থার শিকার লোপামুদ্রা! পাল্টা জবাব গায়িকার
- Published by:Teesta Barman
- news18 bangla
Last Updated:
Lopamudra Mitra: প্রথম সারিতে বসে তাঁর গান শুনতে শুনতে ধূমপান করতে দেখেছেন লোপামুদ্রা। তাঁর গানে কোনও মন নেই সেই যুবকের দলের। গায়িকা তাঁদেরও ধমক দিতে ছাড়েননি।
কলকাতা: বাংলা গান গাওয়ার জন্য অপমানিত। এমনও অভিজ্ঞতার শিকার হয়েছেন সঙ্গীতশিল্পীরা। একবার নয়, বারবার উঠে এসেছে এই ঘটনার উদাহরণ। সম্প্রতি এর সাক্ষাৎকারে এমনই এক ঘটনার কথা জানালেন লোপামুদ্রা মিত্র। ঘটনাটি ঘটেছে আমডাঙার মাচার অনুষ্ঠানে।
লোপাকে আমন্ত্রণ করে নিয়ে যাওয়া হয়েছিল আমডাঙর এক অনুষ্ঠানে। এক ঘণ্টার জন্য তাঁকে ডাকা হয়েছিল সেখানে। মঞ্চে উঠে ‘হৃদমাঝারে’, ‘ধাধিনা নাতিনা’, ‘আয় আয় কে যাবি’, পর পর বিখ্যাত, জনপ্রিয় গানগুলি তিনি গাইছিলেন। আচমকা দর্শকাসন থেকে কটূক্তি শুনতে হয় তাঁকে। কারণ, তিনি বাংলা গান গাইছিলেন। বাংলার মাটিতে এমন ঘটনা ঘটবে, তিনি আশা করেননি। ‘সুন্দরী কমলা’ গাওয়ার সময়ে হঠাৎ কেউ কেউ বলে ওঠেন, ‘‘অ্যাই নেমে যা, নাম!’’
advertisement
advertisement
কিন্তু বাংলা গান, নিজের সম্মান, সবের জবাব দিয়েছেন লোপা। সরাসরি মাইকে বলেছেন, ‘‘আমাকে এখানে ডাকা হয়েছে এক ঘণ্টা গান গাওয়ার জন্য। এক ঘণ্টার আগে যদি কেউ আমাকে স্টেজ থেকে নামাতে পারে, নামিয়ে দেখা।’’
advertisement
শুধু তা-ই নয়, প্রথম সারিতে বসে তাঁর গান শুনতে শুনতে ধূমপান করতে দেখেছেন লোপামুদ্রা। তাঁর গানে কোনও মন নেই সেই যুবকের দলের। গায়িকা তাঁদেরও ধমক দিতে ছাড়েননি। প্রশ্ন উঠছে, বাংলা গানের প্রতি বিরূপ মনোভাব প্রকাশ করছে কেন এক দল শ্রোতা? অনীহা বাড়ছে বাংলা গান নিয়ে?
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 10, 2023 10:17 AM IST