Samantha-Naga: প্রাক্তন স্বামী নাগার মুখ দেখা বন্ধ, দেওরকে ‘হৃদয় ভরা ভালবাসা’ পাঠালেন সামান্থা!

Last Updated:
Samantha-Naga: সম্প্রতি এক অভিনেত্রীর সঙ্গে নাম জড়িয়েছে সামান্থার প্রাক্তনের। শোভিতা ধুলিপালা। সূত্রের খবর, সামান্থার সঙ্গে বিচ্ছেদের ১১ মাসের মাথায় নাগার জীবনে আসেন শোভিতা।
1/7
পাঁচ বছরের দাম্পত্য ছেড়ে বেরিয়ে এসেছেন দু’জনেই। অনেকটা পথ পেরিয়ে গিয়েছেন। নিজেদের জীবনে এগিয়ে গিয়েছেন। তাও দুই তারকার নাম এখনও একসঙ্গে ওঠে। সামান্থা রুথ প্রভু এবং নাগা চৈতন্য।
পাঁচ বছরের দাম্পত্য ছেড়ে বেরিয়ে এসেছেন দু’জনেই। অনেকটা পথ পেরিয়ে গিয়েছেন। নিজেদের জীবনে এগিয়ে গিয়েছেন। তাও দুই তারকার নাম এখনও একসঙ্গে ওঠে। সামান্থা রুথ প্রভু এবং নাগা চৈতন্য।
advertisement
2/7
বিচ্ছেদের কারণ নিয়ে আজও মুখে কুলুপ প্রাক্তন দম্পতির। ২০২১ সালের অক্টোবরে তাদের বিচ্ছেদের ঘোষণা করেন। ডিভোর্সের নানা ধরনের জল্পনা চলেছিল তখন। এখন একে অপরের মুখ দেখাদেখি বন্ধ করে দিয়েছেন।
বিচ্ছেদের কারণ নিয়ে আজও মুখে কুলুপ প্রাক্তন দম্পতির। ২০২১ সালের অক্টোবরে তাদের বিচ্ছেদের ঘোষণা করেন। ডিভোর্সের নানা ধরনের জল্পনা চলেছিল তখন। এখন একে অপরের মুখ দেখাদেখি বন্ধ করে দিয়েছেন।
advertisement
3/7
কিন্তু সম্প্রতি এক অভিনেত্রীর সঙ্গে নাম জড়িয়েছে সামান্থার প্রাক্তনের। শোভিতা ধুলিপালা। সূত্রের খবর, সামান্থার সঙ্গে বিচ্ছেদের ১১ মাসের মাথায় নাগার জীবনে আসেন শোভিতা।
কিন্তু সম্প্রতি এক অভিনেত্রীর সঙ্গে নাম জড়িয়েছে সামান্থার প্রাক্তনের। শোভিতা ধুলিপালা। সূত্রের খবর, সামান্থার সঙ্গে বিচ্ছেদের ১১ মাসের মাথায় নাগার জীবনে আসেন শোভিতা।
advertisement
4/7
এদিকে মায়োসাইটিস রোগে আক্রান্ত হন সামান্থা। দীর্ঘ কয়েক মাস ধরে তাঁর চিকিৎসা চলছে। এখনও পুরোপুরি সুস্থ হয়ে ওঠেননি ‘ফ্যামিলি ম্যান ২’-র অভিনেত্রী।
এদিকে মায়োসাইটিস রোগে আক্রান্ত হন সামান্থা। দীর্ঘ কয়েক মাস ধরে তাঁর চিকিৎসা চলছে। এখনও পুরোপুরি সুস্থ হয়ে ওঠেননি ‘ফ্যামিলি ম্যান ২’-র অভিনেত্রী।
advertisement
5/7
তারই মাঝে নতুন এক ঘটনা। নাগার সঙ্গে সম্পর্ক না থাকলেও প্রাক্তন দেওর, অভিনেতা অখিল আক্কিনেনির সঙ্গে ভাল সম্পর্ক রয়েছে নায়িকার। তার প্রমাণ মিলল সোশ্যাল মিডিয়ায়।
তারই মাঝে নতুন এক ঘটনা। নাগার সঙ্গে সম্পর্ক না থাকলেও প্রাক্তন দেওর, অভিনেতা অখিল আক্কিনেনির সঙ্গে ভাল সম্পর্ক রয়েছে নায়িকার। তার প্রমাণ মিলল সোশ্যাল মিডিয়ায়।
advertisement
6/7
শনিবার অভিনেত্রী ইনস্টাগ্রাম স্টোরিতে অখিলের জন্মদিনে একটি লেখা উপহার দেন। সঙ্গে একগুচ্ছ ভালবাসা। এবং অখিলের নতুন ছবি ‘এজেন্ট’-এর জন্য আগাম শুভেচ্ছা জানান। অখিল সেই স্টোরি শেয়ার করে ধন্যবাদ জানান তাঁর ‘স্যাম’কে।
শনিবার অভিনেত্রী ইনস্টাগ্রাম স্টোরিতে অখিলের জন্মদিনে একটি লেখা উপহার দেন। সঙ্গে একগুচ্ছ ভালবাসা। এবং অখিলের নতুন ছবি ‘এজেন্ট’-এর জন্য আগাম শুভেচ্ছা জানান। অখিল সেই স্টোরি শেয়ার করে ধন্যবাদ জানান তাঁর ‘স্যাম’কে।
advertisement
7/7
অখিল পোস্ট শেয়ার করে লিখেছেন, ‘অনেক ধন্যবাদ স্যাম। আমি আশা করি তোমার প্রত্যাশা পূরণ করব।’ পাশে হার্ট ইমোজি। অখিলের এই ছবির জন্য আগেও সামান্থা আগেও পোস্ট করেছিলেন।
অখিল পোস্ট শেয়ার করে লিখেছেন, ‘অনেক ধন্যবাদ স্যাম। আমি আশা করি তোমার প্রত্যাশা পূরণ করব।’ পাশে হার্ট ইমোজি। অখিলের এই ছবির জন্য আগেও সামান্থা আগেও পোস্ট করেছিলেন।
advertisement
advertisement
advertisement