চিনতে পারছেন ছবির খুদেকে? তিনি কেবল বাংলার তারকা নন, তিনি জীবনের যোদ্ধা।
সেই লড়াকু মেয়ের কথা কেউ কোনও দিন ভুলবে না। তাঁর লড়াই দেখেছে গোটা বাংলা।
কেবল তাঁর অভিনয় নয়, তাঁর জীবনের প্রতিটি মোড় সকলের গায়ে শিহরণ জাগায়।
দু’বার ক্যানসার জয় করেছেন। তৃতীয় বার ক্যানসার থাবা বসায় শরীরে। তার পরই ব্রেন স্ট্রোক।
কয়েক সপ্তাহ লড়াই হাসপাতালে। কিন্তু সকলকে কাঁদিয়ে মাত্র ২৪ বছর বয়সেই চলে যান তিনি।
তিনি ঐন্দ্রিলা শর্মা। গত বছর ২০ নভেম্বর বাবা, মা, দিদি, প্রেমিককে ছেড়ে চলে গিয়েছেন চিরঘুমে।
‘জিয়নকাঠি’র নায়িকার ছবি-ভিডিও মাঝে মধ্যেই তাঁর দিদি বা মায়ের সোশ্যাল মিডিয়ায় ভেসে ওঠে।
ছোট্ট বোনের ছোট্টবেলার ছবি দিয়ে সম্প্রতি একটি রিল বানিয়েছেন ড. ঐশ্বর্য শর্মা।
সেখানেই দেখা মেলে ছোট্ট ঐন্দ্রিলার। গোটা পরিবারের মূল স্তম্ভ।
ঐন্দ্রিলা নেই। রয়ে গিয়েছে তাঁর স্মৃতি। যা আঁকড়ে রয়েছেন তাঁর কাছের মানুষরা।
আরও স্টোরিজের জন্য ক্লিক করুন
ক্লিক করুন
Your Page!