Srijit on Arijit-Rinku Singh: ‘বাঙালির দুই সিং, অরিজিৎ আর রিঙ্কু’, KKR-এর কিং সৃজিতের পোস্টে যেন বাংলার ছেলে!

Last Updated:

Srijit on Arijit-Rinku Singh: একজন অর্ধেক বাঙালি, অন্যজন বাঙালি না হয়ে বাংলার ঘরের ছেলে হয়ে উঠলেন। প্রথম জন অরিজিৎ সিং, দ্বিতীয় জন রিংকু সিং। সৃজিত আজ মিলিয়ে দিলেন সেই দুই মানুষকে।

রিংকু-সৃজিত-অরিজিৎ
রিংকু-সৃজিত-অরিজিৎ
কলকাতা: একজন অর্ধেক বাঙালি, অন্যজন বাঙালি না হয়ে বাংলার ঘরের ছেলে হয়ে উঠলেন। প্রথম জন অরিজিৎ সিং, দ্বিতীয় জন রিংকু সিং। বাংলার পরিচালক সৃজিত মুখোপাধ্যায় আজ মিলিয়ে দিলেন সেই দুই মানুষকে। কাছে টেনে নিলেন দুই সিংকে। কেকেআর-এর জয়ের পর সৃজিত সোশ্যাল মিডিয়ায় লিখলেন, ‘বাঙালির দুই সিং, অরিজিৎ আর রিঙ্কু’।
আজ ‘সিংই কিং’! কেকেআর-এর ম্যাচে পাঁচটা ছক্কা। রিংকু সিং ক্রিজে না থাকলে এদিন গুজরাতের বিরুদ্ধে জিততে পারত না কেকেআর। আজ তিনিই কলকাতা নাইট রাইডার্সের নায়ক। শহর কলকাতাকে জিতিয়ে দিলেন তিনি। বাংলাকে জিতিয়ে দিলেন।
advertisement
অন্য দিকে গানে-সুরে রোজ বাঙালির গর্বের কারণ হয়ে দাঁড়াচ্ছেন আর এক সিং। অরিজিৎ সিং। মুর্শিদাবাদের জিয়াগঞ্জের ছেলের পৈতৃক ভিটে বাংলার বাইরে হোক না কেন, বাঙালি মায়ের রক্ত বইছে তাঁর শরীরে। তিনি বাংলার ঘরেরই ছেলে।
advertisement
উত্তর প্রদেশের আলিগড়ে জন্ম রিংকুর। দারিদ্রের সঙ্গে ছোট থেকে লড়াই। তবে কোনও বাধা তাঁকে আটকে রাখতে পারেনি। পাঁচ বলে দরকার ২৮ রান। রিংকু করলেন ৩০। ম্যাচের শেষ পাঁচ বলে পর পর পাঁচটি ছক্কা মারার এমন রেকর্ড টি-২০ ক্রিকেটে আরও কারও নেই। তা ছাড়া ৫ বলে ২৮ রান বাকি থাকা ম্যাচ যে জেতা যায়, সেটাই তো শেখালেন রিংকু। পাঁচটা ছক্কা আইপিএলের ইতিহাসে তাঁকে অমর করে দিল।
বাংলা খবর/ খবর/বিনোদন/
Srijit on Arijit-Rinku Singh: ‘বাঙালির দুই সিং, অরিজিৎ আর রিঙ্কু’, KKR-এর কিং সৃজিতের পোস্টে যেন বাংলার ছেলে!
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement