GT vs KKR: নারিনের ৩ উইকেট ম্লান, শঙ্কর এবং সুদর্শন ঝড়ে বিশাল স্কোর গুজরাতের

Last Updated:
গুজরাতের বিরুদ্ধে তিন উইকেট নিলেন সুনীল নারিন
গুজরাতের বিরুদ্ধে তিন উইকেট নিলেন সুনীল নারিন
আহমেদাবাদ: টস জিতে বাট করার সিদ্ধান্ত নিয়ে খুব একটা ভুল করেনি গুজরাত, সেটা বোঝা যাচ্ছিল প্রথম থেকে। ঋদ্ধিমান সাহা এবং শুভমন গিল দুজনেই দেখার মত শুরু করলেন। ঋদ্ধিমান ১৭ করে নারিনের বলে ফিরে গেলেন। অন্যদিকে গিল নিজের স্বাভাবিক ব্যাটিং করতে থাকলেন। চোখ জুড়িয়ে যাওয়া কিছু শট মারলেন। ৩৯ রানের ইনিংস সাজানো ছিল পাঁচটি বাউন্ডারি দিয়ে।
কিন্তু ভারতের অন্যতম সেরা ব্যাটসম্যানকেও বোকা বানিয়ে দিলেন সেই নারিন। উমেশ যাদবের হাতে ধরা পড়লেন তিনি। এরপর বাঁহাতি সুদর্শন এবং অভিনব মনোহর মিলে এগিয়ে নিয়ে যেতে থাকেন গুজরাতকে। অভিনব এক ওভারে তিনটি বাউন্ডারি মারেন উমেশকে। কিন্তু তাকে একটি স্বপ্নের গুগলিতে বোল্ড করলেন সুয়াশ শর্মা। বলটা বুঝতেই পারেনি ব্যাটসম্যান।
প্রায় আউট করে ফেলেছিলেন বিজয় শংকরকে। লকি ফার্গুসন ১৫০ কিলোমিটার গতিতে বল করলেন। এটা থেকে বোঝা যায় কেকেআর পেসার ফিট হয়ে উঠেছেন। তবে কেকেআরের সামনের লড়াই করে গেলেন তামিলনাড়ুর বাঁহাতি সাই সুদর্শন। অন্যদিকে বিজয় শংকর রান বাড়িয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করলেন।
advertisement
advertisement
গুজরাত প্রচুর সিঙ্গল, ডবল নিল। কেকেআরের বুদ্ধিদীপ্ত বোলিংয়ের সামনে খুব সহজে বাউন্ডারি মারতে পারছিল না গুজরাত। আশা করা গিয়েছিল এই দিন বল করতে দেখা যাবে আন্দ্রে রাসেলকে। কিন্তু সেটা করলেন না তিনি।এরপর সুদর্শন নিজের পঞ্চাশ পূর্ণ করলেন। তবে শেষ দিকে বিজয় শংকর দুর্দান্ত একটা ইনিংস উপহার দিলেন। এর ফলে গুজরাত অনেকটা রান বাড়িয়ে নিতে পারল। বিজয় শংকর ঝড় বইয়ে দিলেন।
বাংলা খবর/ খবর/খেলা/
GT vs KKR: নারিনের ৩ উইকেট ম্লান, শঙ্কর এবং সুদর্শন ঝড়ে বিশাল স্কোর গুজরাতের
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement