কুয়োর গভীরতা বেশি থাকায় প্রথমে কুয়োর মধ্যে নামতে পারেননি কর্মীরা। পরে ফুলিয়া ইলেকট্রিক সাপ্লাইয়ের মইয়ের সাহায্যে কুয়োয় নেমে বেশ খানিকটা সময়ের চেষ্টায় উদ্ধার হয় প্রায় তিন ফুট লম্বা চন্দ্রবোড়া সাপ। বন দফতরেরপক্ষ থেকে এদিন সুজিত মিস্ত্রি জানান, উদ্ধার হওয়া সাপটি বাহাদুরপুর পলাশগাছি বিট অফিসে নিয়ে যাওয়া হয়েছে।
চন্দ্রবোড়া সাপ বিষধর। বন দফতরের কর্মীরা জানান, এই সমস্ত সাপ দেখামাত্রই তাদেরকে যেন খবর দেওয়া হয় এবং এই সাপ কামড়ালে যত দ্রুত সম্ভব জেলা হাসপাতালে গিয়ে চিকিৎসকের পরামর্শমতো চিকিৎসা করা অত্যন্ত প্রয়োজন।
advertisement
মৈনাক দেবনাথ
Location :
Kolkata,West Bengal
First Published :
November 04, 2023 8:35 AM IST