বিশ্বের সমস্ত ইসকনের মন্দিরে এই গীতা পাঠ সম্প্রচারিত হবে। ইসকন, ভারত সেবাশ্রম সংঘ, রামকৃষ্ণ মিশন, রিষরা প্রেম মন্দির সহ আরো প্রায় সাড়ে তিন হাজার ছোট বড় মঠ মন্দির এবং ব্যক্তিগত সনাতনী প্রেমীরা সাধনার ক্ষেত্রে মহাপ্রভুর জন্মস্থানে এসে সমবেতভাবে গীতা পাঠ করবেন বলে জানালেন। পাঁচ হাজার জন ভক্তের মধ্যে ১০০০ জন ছাত্র-ছাত্রী এবং ১০০০ জন শিক্ষক-শিক্ষিকা থাকবে বলেও জানা গিয়েছে ইসকন মন্দির কর্তৃপক্ষের তরফ থেকে।
advertisement
আরও পড়ুনঃ বিধ্বংসী আগুনে পুড়ে গেল বেশ কয়েকটি দোকান! ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা
গীতার নির্দিষ্ট পাঁচটি অধ্যায় পাঠ করা হবে। ৫ ডিসেম্বর সকাল ১১ টায় শুরু হবে গীতা পাঠ। আশা করা যাচ্ছে দুপুর দেড়টার মধ্যে শেষ করা যাবে। গীতার গভীর জ্ঞানকে সারা বিশ্বে ছড়িয়ে দেওয়ার জন্যই এই প্রয়াস। ইসকনের প্রধান মন্দিরের পাশে রয়েছে একটি ডোম থিয়েটার। তার ঠিক পেছনেই ৬৫০০০ স্কয়ার ফিট এলাকা নিয়ে এক বিশেষ ধর্মক্ষেত্র বানানো হয়েছে গীতা পাঠ করার জন্য।
আরও পড়ুনঃ ভারত মাতা, মহিষমর্দিনী, অন্নপূর্ণা মাতা - নবদ্বীপের রাস যাত্রার একাধিক প্রতিমা দেখেছেন?
তার মধ্যে করা হবে চারটি প্যাভিলিয়ন। তার ঠিক কেন্দ্রস্থলেই ৩০ ফুট বাই ৩০ ফুট করা হবে গীতা যজ্ঞকুণ্ড। এদিনের এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন জগদার্তিহা দাস, প্রদীপ্তানন্দ মহারাজ, নির্গুণানন্দ স্বামী মহারাজ, সুনীল ব্রহ্মচারী, শ্রুতি শেখর গোস্বামী, কেশবপুরী মহারাজ, ডঃ মানষ ভট্টাচার্য, শ্রী ব্রজেন রায় ও প্রমুখ।
Mainak Debnath