Nadia News: ভারত মাতা, মহিষমর্দিনী, অন্নপূর্ণা মাতা - নবদ্বীপের রাস যাত্রার একাধিক প্রতিমা দেখেছেন?

Last Updated:

সেজে উঠেছে শ্রীচৈতন্য নগরী নবদ্বীপ ধাম। রাস পূর্ণিমা উপলক্ষে অগণিত মানুষের ভিড় নবদ্বীপে। বিগত দুবছর করো না মহামারীর কারণে সেই অর্থে ভক্তরা আসতে পারেনি নবদ্বীপের রাস উৎসবে।

+
title=

#নবদ্বীপ : সেজে উঠেছে শ্রীচৈতন্য নগরী নবদ্বীপ ধাম। রাস পূর্ণিমা উপলক্ষে অগণিত মানুষের ভিড় নবদ্বীপে। বিগত দুবছর করো না মহামারীর কারণে সেই অর্থে ভক্তরা আসতে পারেনি নবদ্বীপের রাস উৎসবে। তবে এবার চিত্রটা বদলেছে আবারো পুরনো স্বাভাবিক ছন্দে ফিরে এসেছে নবদ্বীপের রাসযাত্রা। শ্রীচৈতন্য বিচরিত নবদ্বীপ তীর্থ নগরী সেজে উঠেছে আলোর রোশনাইতে। দুর্গা, কালী এবং জগদ্ধাত্রী পুজোর পর নবদ্বীপবাসীরা মেতে ওঠেন রাসযাত্রায়।
জানা যায় একমাত্র নবদ্বীপ ধামেই ৩৩ কোটি দেবতার পূজো হয়ে থাকে রাসের সময়। এখানে মহিষমর্দিনী, কাত্যায়নি মাতা, চণ্ডী মাতা, ভদ্রাকালী, অন্নপূর্ণা মাতা, বড় শ্যামা, মেজ শ্যামা ছোট-শ্যামা সহ একাধিক দেব-দেবতার পুজো করা হয়। মন্দির নগরী নবদ্বীপে অতীতে রাশের সময় সেই অর্থে থিমের প্যান্ডেল করা হতো না। তবে কলকাতা ও শহরতলীর পাশাপাশি নবদ্বীপের রাসেও লেগেছে থিমের ছোঁয়া। তার মধ্যে উল্লেখযোগ্য হল সরকার পাড়া, কুটির পাড়া এছাড়াও একাধিক বারোয়ারি পূজা কমিটির থিমের প্যান্ডেল।
advertisement
আরও পড়ুনঃ নবদ্বীপে পুজো উদ্বোধনে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী
রাসের দিন সকালে নবদ্বীপ শহরের রাজপথ প্রদক্ষিণ করে নবমী পালন করেন শহরবাসী। তবে এই নবমী নিয়ে এ বছর বেশ কিছু চর্চা ইতিমধ্যেই হয়ে গিয়েছে। রাস পূর্ণিমার দিন সমস্ত ঠাকুরের পুজো হয় ভক্তি ও নিষ্ঠা সহকারে। এরপর দিন বের হয় আড়ং। শহরের একাধিক পূজা প্যান্ডেল গুলি তাদের প্রতিমা নিয়ে বের হয় নবদ্বীপের রাজপথে। এরপর দিন বের হয় রাসের শোভাযাত্রা। তারপরে করা হয় প্রতিমা নিরঞ্জন। সব মিলিয়ে বলতে গেলে দীর্ঘ দু'বছর পর আবারও পুরনো ছন্দে ফিরে এসেছে নবদ্বীপের রাসযাত্রা।
advertisement
advertisement
Mainak Debnath
বাংলা খবর/ খবর/নদিয়া/
Nadia News: ভারত মাতা, মহিষমর্দিনী, অন্নপূর্ণা মাতা - নবদ্বীপের রাস যাত্রার একাধিক প্রতিমা দেখেছেন?
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement