Nadia News: নবদ্বীপে পুজো উদ্বোধনে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী
- Published by:Soumabrata Ghosh
Last Updated:
নবদ্বীপের রাস উৎসবে এলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শাক্ত ও বৈষ্ণবের সম্মিলিত মেলবন্ধন হল রাস পূর্ণিমা। প্রতিবছর অসংখ্য দর্শনার্থীরা রাস উৎসবে আসেন রাস পূর্ণিমা উপলক্ষে। একাধিক পূজা কমিটিরা বিভিন্ন থিমের প্যান্ডেলে নবদ্বীপের রাস উৎসবকে নিয়ে গিয়েছে উচ্চতার শিখরে।
#নদিয়া : নবদ্বীপের রাস উৎসবে এলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শাক্ত ও বৈষ্ণবের সম্মিলিত মেলবন্ধন হল রাস পূর্ণিমা। প্রতিবছর অসংখ্য দর্শনার্থীরা রাস উৎসবে আসেন রাস পূর্ণিমা উপলক্ষে। একাধিক পূজা কমিটিরা বিভিন্ন থিমের প্যান্ডেলে নবদ্বীপের রাস উৎসবকে নিয়ে গিয়েছে উচ্চতার শিখরে। এবার নবদ্বীপের স্টেশন রোড সংলগ্ন একটি মহিলা পরিচালিত নটরাজ পুজোর উদ্বোধন করতে এলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ঐতিহ্যবাহী নবদ্বীপ ও শান্তিপুরের রাস উৎসবের মাঝে মুখ্যমন্ত্রীর দুদিনের নদিয়া সফর রয়েছে।
মঙ্গলবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নদিয়াতে এসে পৌঁছাবেন বলে সূত্রের খবর। মমতা বন্দ্যোপাধ্যায় আসার একদিন আগেই নবদ্বীপে এলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সোমবার আনুমানিক রাত সাড়ে আটটা নাগাদ নবদ্বীপ স্টেশন রোডে মহিলা পরিচালিত রাস উৎসবে নটরাজ পুজোর আনুষ্ঠানিক উদ্বোধন এসে সংবাদ মাধ্যমের প্রশ্নের মুখোমুখি হলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। নবদ্বীপ ধাম স্টেশনের কাছে মহাপ্রভুর মন্দিরে মাল্যদান করলেন তিনি। এরপর তিনি যান মহিলা পরিচালিত রাস উৎসবের একটি পুজো প্যান্ডেলে।
advertisement
আরও পড়ুনঃ থিমের চমক এবার নবদ্বীপের রাস উৎসবেও! থিমের নাম ভারত ভাগ্যবিধাতা
ফিতে কেটে সেই পুজোর উদ্বোধন করেন তিনি। এরপর প্রদীপ প্রজনন করে পূজোর আনুষ্ঠানিক শুভ সূচনা করেন শুভেন্দু অধিকারী। এরপর জনসাধারণের উদ্দেশ্যে মঞ্চে তিনি বক্তৃতা রাখেন।তাকে দেখার জন্য অসংখ্য মানুষ ভিড় জমিয়েছিলেন পুজো প্রাঙ্গণে। এরপরে দেশাত্মবোধক গানে বেশ কিছু ছোট ছোট ছেলেমেয়েদের নৃত্যানুষ্ঠান উপভোগ করেন তিনি। প্রসঙ্গত, স্বাধীনতার ৭৫ তম বর্ষপূর্তি উপলক্ষে এবছর নবদ্বীপ স্টেশন রোড সংলগ্ন মহিলা পরিচালিত নটরাজ পূজা কমিটির ভাবনা দেশের অমৃত মহোৎসব পালন, সেই পুজো প্যান্ডেলে ই সোমবার রাতে আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
advertisement
advertisement
Mainak Debnath
Location :
First Published :
November 08, 2022 2:26 PM IST