Nadia News: বিধ্বংসী আগুনে পুড়ে গেল বেশ কয়েকটি দোকান! ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা
- Published by:Ananya Chakraborty
Last Updated:
বিধ্বংসী আগুনে ভষ্মিভূত হয়ে গেল পরপর বেশ কয়েকটি দোকান। ব্যাপক আর্থিক ক্ষতির সম্ভাবনা বেশ কয়েকজন ব্যবসায়ীর। ঘটনাটি ঘটেছে নদীয়ার বগুলা পুলিশ ফাঁড়ির কাছে একটি বাজারে। জানা যায় রবিবার গভীর রাতে একটি দোকানে হঠাৎ আগুন জ্বলে ওঠে।
#বগুলা : বিধ্বংসী আগুনে ভষ্মিভূত হয়ে গেল পরপর বেশ কয়েকটি দোকান। ব্যাপক আর্থিক ক্ষতির সম্ভাবনা বেশ কয়েকজন ব্যবসায়ীর। ঘটনাটি ঘটেছে নদীয়ার বগুলা পুলিশ ফাঁড়ির কাছে একটি বাজারে। জানা যায় রবিবার গভীর রাতে একটি দোকানে হঠাৎ আগুন জ্বলে ওঠে। আগুন জ্বলার পর ক্রমশ সেই আগুন ছড়িয়ে পড়ে পাশের বেশ কয়েকটি দোকানে। ঘটনা জেরে রীতিমত চাঞ্চল্য ছড়ায় স্থানীয় এলাকায়। এরপর স্থানীয় বাসিন্দারা সেই আগুন নেভানোর চেষ্টা করে। কিন্তু আগুনের তীব্রতায় তারা ব্যর্থ হয়।
তৎক্ষণাৎ খবর দেওয়া হয় দমকল বিভাগকে। দমকলের আধিকারিকেরা ঘটনাস্থলে আসে। এবং বেশ কয়েক ঘণ্টার প্রচেষ্টার ফলে আগুন নিয়ন্ত্রণে আনে দমকল কর্মীরা। তবে ততক্ষণে প্রায় ভস্মিভূত হয়ে গিয়েছে বেশ কয়েকটি দোকান বাড়ি। এই ঘটনার জেরে হতাহতের কোন খবর না পাওয়া গেলেও বেশ কয়েক লক্ষ টাকার জিনিসপত্রের ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানালেন স্থানীয় ব্যবসাদারেরা। তবে প্রাথমিক ধারণায় শর্ট সার্কিট থেকেই এই আগুনের সূত্রপাত বলে মনে করা হচ্ছে। সমগ্র ঘটনাটির তদন্ত শুরু করেছে দমকল বিভাগ।
advertisement
advertisement
প্রসঙ্গত জেলার একাধিক জায়গায় শর্ট সার্কিট এছাড়াও পোড়া বিড়ি অথবা সিগারেটের টুকরো থেকে অনেক সময় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা দেখা যায়। সেই কারণে পুলিশ প্রশাসন ও দমকল বিভাগ থেকে একাধিকবার সতর্কীকরণ বার্তা দেওয়া হয়েছে। ঘরের অথবা দোকানের ইলেক্ট্রিসিটি সর্বদা অভিজ্ঞ ব্যক্তির দ্বারা পরীক্ষা করিয়ে নিতে। এবং ধূমপায়ীদের যেখানে সেখানে ধূমপান করে বিড়ি এবং সিগারেটের অবশিষ্টাংশ না ফেলতে। এছাড়াও বিভিন্ন দোকান রেস্টুরেন্ট গুলিতে অগ্নি নির্বাপন যন্ত্র সর্বদা মজুদ রাখতেও বলা হয়।
advertisement
Mainak Debnath
Location :
First Published :
November 14, 2022 6:59 PM IST