Nadia News: পাঁচ হাজার ভক্ত একসঙ্গে মায়াপুর ইসকন মন্দিরে করবেন গীতা পাঠ

Last Updated:

পাঁচ হাজার ভক্তের সমবেত কন্ঠে ইসকন মায়াপুর মন্দিরে করা হবে গীতা পাঠ। আগামী ৫ ডিসেম্বর ৫০০০ ভক্তের সমবেত কন্ঠে মায়াপুর ইসকন চন্দ্রোদয় মন্দিরে গীতা পাঠের আয়োজন করা হবে। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা জানালেন মায়াপুর ইসকন মন্দিরের ভক্ত জগদার্তিহা দাস।

+
title=

#নদিয়া : পাঁচ হাজার ভক্তের সমবেত কন্ঠে ইসকন মায়াপুর মন্দিরে করা হবে গীতা পাঠ। আগামী ৫ ডিসেম্বর ৫০০০ ভক্তের সমবেত কন্ঠে মায়াপুর ইসকন চন্দ্রোদয় মন্দিরে গীতা পাঠের আয়োজন করা হবে। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা জানালেন মায়াপুর ইসকন মন্দিরের ভক্ত জগদার্তিহা দাস। তিনি জানান আমন্ত্রিত এবং নথিভুক্তকারী যারা থাকবেন এবং যারা মঞ্চে থাকবেন তারাও গীতা পাঠ করবেন। সারা বিশ্বব্যাপী সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই গীতা পাঠ দেখতে এবং শুনতে পারবেন। লোকাল টিভি চ্যানেলেও টেলিকাস্ট করা হবে সরাসরি বলে জানা যায়।
বিশ্বের সমস্ত ইসকনের মন্দিরে এই গীতা পাঠ সম্প্রচারিত হবে। ইসকন, ভারত সেবাশ্রম সংঘ, রামকৃষ্ণ মিশন, রিষরা প্রেম মন্দির সহ আরো প্রায় সাড়ে তিন হাজার ছোট বড় মঠ মন্দির এবং ব্যক্তিগত সনাতনী প্রেমীরা সাধনার ক্ষেত্রে মহাপ্রভুর জন্মস্থানে এসে সমবেতভাবে গীতা পাঠ করবেন বলে জানালেন। পাঁচ হাজার জন ভক্তের মধ্যে ১০০০ জন ছাত্র-ছাত্রী এবং ১০০০ জন শিক্ষক-শিক্ষিকা থাকবে বলেও জানা গিয়েছে ইসকন মন্দির কর্তৃপক্ষের তরফ থেকে।
advertisement
আরও পড়ুনঃ বিধ্বংসী আগুনে পুড়ে গেল বেশ কয়েকটি দোকান! ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা
গীতার নির্দিষ্ট পাঁচটি অধ্যায় পাঠ করা হবে। ৫ ডিসেম্বর সকাল ১১ টায় শুরু হবে গীতা পাঠ। আশা করা যাচ্ছে দুপুর দেড়টার মধ্যে শেষ করা যাবে। গীতার গভীর জ্ঞানকে সারা বিশ্বে ছড়িয়ে দেওয়ার জন্যই এই প্রয়াস। ইসকনের প্রধান মন্দিরের পাশে রয়েছে একটি ডোম থিয়েটার। তার ঠিক পেছনেই ৬৫০০০ স্কয়ার ফিট এলাকা নিয়ে এক বিশেষ ধর্মক্ষেত্র বানানো হয়েছে গীতা পাঠ করার জন্য।
advertisement
advertisement
আরও পড়ুনঃ ভারত মাতা, মহিষমর্দিনী, অন্নপূর্ণা মাতা - নবদ্বীপের রাস যাত্রার একাধিক প্রতিমা দেখেছেন?
তার মধ্যে করা হবে চারটি প্যাভিলিয়ন। তার ঠিক কেন্দ্রস্থলেই ৩০ ফুট বাই ৩০ ফুট করা হবে গীতা যজ্ঞকুণ্ড। এদিনের এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন জগদার্তিহা দাস, প্রদীপ্তানন্দ মহারাজ, নির্গুণানন্দ স্বামী মহারাজ, সুনীল ব্রহ্মচারী, শ্রুতি শেখর গোস্বামী, কেশবপুরী মহারাজ, ডঃ মানষ ভট্টাচার্য, শ্রী ব্রজেন রায় ও প্রমুখ।
advertisement
Mainak Debnath
বাংলা খবর/ খবর/নদিয়া/
Nadia News: পাঁচ হাজার ভক্ত একসঙ্গে মায়াপুর ইসকন মন্দিরে করবেন গীতা পাঠ
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement