TRENDING:

Nadia: সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে ব্যাটারি চালিত সাইকেল বানিয়ে তাক লাগালেন বগুলার যুবক!

Last Updated:

পরিবেশের কথা মাথায় রেখে ব্যাটারি চালিত সাইকেল বানিয়ে তাক লাগিয়ে দিল নদিয়ার বগুলা যুবক শুভময়। পেট্রোল-ডিজেলের জ্বালানি থেকে মারাত্মকভাবে ক্ষতি হচ্ছে পরিবেশের।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নদিয়া: পরিবেশের কথা মাথায় রেখে ব্যাটারি চালিত সাইকেল বানিয়ে তাক লাগিয়ে দিল নদিয়ার বগুলা যুবক শুভময়। পেট্রোল-ডিজেলের জ্বালানি থেকে মারাত্মকভাবে ক্ষতি হচ্ছে পরিবেশের। যে কারণে সরকার থেকেও পেট্রোল-ডিজেলের পরিবর্তে ইলেকট্রিক বাইক অথবা সাইকেলের ব্যবহারের প্রচার চালানো হচ্ছে। সেই কথা মাথায় রেখেই সম্পূর্ণ ব্যাটারি চালিত সাইকেল নিয়ে নামি দামি কোম্পানিকে হার মানিয়ে দিলেন বগুলার যুবক। তার এই কর্মকান্ডের জেরে একটি রিয়েলিটি শোতে আমন্ত্রণ পেয়েছেন সৌরভ গাঙ্গুলীর সাথে দেখা করার। তারি অভিনব উদ্যোগের প্রশংসা করেছেন স্বয়ং মহারাজ। বর্তমানে বগুলা কলেজের সামনে রয়েছে তার নিজের হাতে বানানো ইলেকট্রিক সাইকেলের শোরুম। তিনি জানান সরকারি সাহায্য পেলে তিনি আরও বড় করে নিজের কারখানা তৈরি করতে চান। তিনি বলেন মানুষের দৈনন্দিন যাতায়াতের পরিবেশকে দূষণমুক্ত করতেই তার এই অভিনব চিন্তা ধারা।
advertisement

বর্তমানে নিজের একটি ছোট শোরুম রয়েছে তার। সেখানে নিজের তৈরি সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে ইলেকট্রিক সাইকেল ও স্কুটার বিক্রি করে থাকেন তিনি। তিনি এও বলেন বর্তমানে বিভিন্ন নামি দামি কোম্পানির ইলেকট্রিক বাইক অথবা স্কুটি আগুন ধরে যাওয়ার একটি প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে যার কারণ সেই সমস্ত ব্যাটারি লিথিয়াম আয়নের। এই লিথিয়াম আয়ন এর ব্যাটারির অতিরিক্ত তাপে কখনো কখনো অসুবিধা হয়।

advertisement

আরও পড়ুনঃ মাধ্যমিক পরীক্ষায় ফেল করায় চরম সিদ্ধান্ত শান্তিপুরের স্কুল ছাত্রীর

কিন্তু তিনি তার ইলেকট্রিক সাইকেল স্কুটারে ব্যবহার করেন লিথিয়াম আয়রন ফসফেটের ব্যাটারি যা কিনা সম্পূর্ণভাবে নিরাপদ বলে দাবি করেন তিনি। প্রসঙ্গত, আজ ৩রা জুন বিশ্ব সাইকেল দিবস। সাইকেল হল এমন একটি বাহন যার সঙ্গে প্রতিটি ভারতীয় পরিচিত। সাইকেল কেবল স্বল্প মুল্যে পরিবহনের সুবিধাই দেয়না, সঙ্গে সতেজ রাখে আমাদের শরীর ও মন।

advertisement

View More

আরও পড়ুনঃ টোটোর যানজটে অতিষ্ঠ সাধারণ মানুষ, নিয়ন্ত্রণে হাসপাতাল কর্তৃপক্ষ

তাই আজ সাইকেল জিম ও ব্যায়ামের অপরিহার্য অঙ্গ হয়ে উঠেছে, সারা পৃথিবী জুড়ে। সাইকেলিং হল এমন একটি ব্যায়াম যাতে শরীরে রক্ত চলাচল বাড়ে, ফুসফুস অনেক বেশি অক্সিজেন রক্তে মিশিয়ে দেয়। ফলে জয়েন্ট পেইন, বাত, ওবেসিটি সহ অনেক রোগ থেকে আমরা রক্ষা পাই বলে এমনটাই জানাচ্ছেন চিকিৎসকেরা।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
প্রয়োজন পড়বে না পুকুর বা জলাশয়ের দুরন্ত পদ্ধতিতেই মাছের ব্যবসা করলেই আয় হবে লক্ষাধিক
আরও দেখুন

Mainak Debnath

বাংলা খবর/ খবর/নদিয়া/
Nadia: সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে ব্যাটারি চালিত সাইকেল বানিয়ে তাক লাগালেন বগুলার যুবক!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল