বর্তমানে নিজের একটি ছোট শোরুম রয়েছে তার। সেখানে নিজের তৈরি সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে ইলেকট্রিক সাইকেল ও স্কুটার বিক্রি করে থাকেন তিনি। তিনি এও বলেন বর্তমানে বিভিন্ন নামি দামি কোম্পানির ইলেকট্রিক বাইক অথবা স্কুটি আগুন ধরে যাওয়ার একটি প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে যার কারণ সেই সমস্ত ব্যাটারি লিথিয়াম আয়নের। এই লিথিয়াম আয়ন এর ব্যাটারির অতিরিক্ত তাপে কখনো কখনো অসুবিধা হয়।
advertisement
আরও পড়ুনঃ মাধ্যমিক পরীক্ষায় ফেল করায় চরম সিদ্ধান্ত শান্তিপুরের স্কুল ছাত্রীর
কিন্তু তিনি তার ইলেকট্রিক সাইকেল স্কুটারে ব্যবহার করেন লিথিয়াম আয়রন ফসফেটের ব্যাটারি যা কিনা সম্পূর্ণভাবে নিরাপদ বলে দাবি করেন তিনি। প্রসঙ্গত, আজ ৩রা জুন বিশ্ব সাইকেল দিবস। সাইকেল হল এমন একটি বাহন যার সঙ্গে প্রতিটি ভারতীয় পরিচিত। সাইকেল কেবল স্বল্প মুল্যে পরিবহনের সুবিধাই দেয়না, সঙ্গে সতেজ রাখে আমাদের শরীর ও মন।
আরও পড়ুনঃ টোটোর যানজটে অতিষ্ঠ সাধারণ মানুষ, নিয়ন্ত্রণে হাসপাতাল কর্তৃপক্ষ
তাই আজ সাইকেল জিম ও ব্যায়ামের অপরিহার্য অঙ্গ হয়ে উঠেছে, সারা পৃথিবী জুড়ে। সাইকেলিং হল এমন একটি ব্যায়াম যাতে শরীরে রক্ত চলাচল বাড়ে, ফুসফুস অনেক বেশি অক্সিজেন রক্তে মিশিয়ে দেয়। ফলে জয়েন্ট পেইন, বাত, ওবেসিটি সহ অনেক রোগ থেকে আমরা রক্ষা পাই বলে এমনটাই জানাচ্ছেন চিকিৎসকেরা।
Mainak Debnath