বাবা আনার মন্ডল জানান তিন মেয়ের পরে তার একটি মাত্র পুত্রসন্তান। সে এইভাবে অভিমান করে চলে যাবে কখনই ধারণা করতে পারেননি তিনি। শনিবার মৃতদেহটি উদ্ধার করেছে শান্তিপুর থানার পুলিশ এ ছাড়াও ময়না তদন্তের জন্য মর্গে পাঠানোর ব্যবস্থা করে। অভিমান করে যুবকের আত্মঘাতীর ঘটনায় শোকস্তব্ধ গোটা এলাকা।
আরও পড়ুনঃ প্রধান শিক্ষিকার উদ্যোগে সমস্ত বিদ্যালয় ফুটিয়ে তোলা হল নানান ছবিতে
advertisement
উল্লেখ্য, দিনের পর দিন বেড়েই চলেছে আত্মঘাতী কিংবা আত্মঘাতী হওয়ার প্রচেষ্টার প্রবণতা। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় কখনও প্রণয় ঘঠিত কারণে কখনও বা জেদের বসে কখনও আবার বাবা মায়ের সাথে ঝামেলা করে বেশিরভাগ তরুণ তরুণীরা চরম সিদ্ধান্ত নিয়ে নেন।
আরও পড়ুনঃ সৌরবিদ্যুৎ চালিত সাইকেল বানিয়ে বাজিমাত করিমপুরের বাসিন্দার
এ বিষয়ে মনোবিদরা বলছেন, বাবা মায়ের তার ছেলে মেয়ের প্রতি যত্নশীল হওয়া প্রয়োজন। ছোটবেলা থেকেই ছেলে-মেয়ের সমস্ত আবদার না মিটিয়ে তাদেরকে শাসন করা ও বন্ধুর মত মিশে তাদেরকে বোঝানো অতি প্রয়োজন। না হলে ভবিষ্যতে আত্মহত্যার প্রবণতা আরও বাড়বে বলে চিন্তা প্রকাশ করছেন চিকিৎসক মহল।
Mainak Debnath