Nadia: সৌরবিদ্যুৎ চালিত সাইকেল বানিয়ে বাজিমাত করিমপুরের বাসিন্দার

Last Updated:

নিজের হাতেই একটি সৌর চালিত সাইকেল বানিয়ে ফেললেন নদিয়ার করিমপুরের বাসিন্দা চন্দন বিশ্বাস

+
title=

নদিয়া: লাগাতার পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি হচ্ছে। পেট্রোল ও ডিজেলের দাম অতিরিক্ত বাড়ার ফলে সবথেকে বিপদে পড়েছেন মধ্যবিত্ত মানুষেরা। অফিস, স্কুল কলেজ যাওয়ার জন্য গ্রামে-গঞ্জে কিংবা মফস্বলে দু-চাকার মোটরসাইকেল ব্যবহৃত হয় সবথেকে বেশি। তবে জ্বালানির মূল্য বৃদ্ধিতে নিত্যদিনের কাজে যাওয়ার সময় পকেটে টান পড়ছে আমজনতার। বাধ্য হয়েই অনেকে বিকল্প উপায় খুঁজে বার করছেন। কেউ ব্যবহার করছেন পাবলিক ট্রান্সপোর্ট, কেউ বা ব্যাটারি চালিত গাড়ির দিকে ঝুঁকছেন।
পাবলিক ট্রান্সপোর্ট অথবা ব্যাটারি চালিত গাড়িতেও কিছু বাধ্যবাধকতা রয়েছে। সেই কারণে নিজের হাতেই একটি সৌর চালিত সাইকেল বানিয়ে ফেললেন নদিয়ার করিমপুরের বাসিন্দা চন্দন বিশ্বাস। কর্মসূত্রে তাঁকে প্রতিদিন যেতে হয় ১০ কিলোমিটার দূরে অফিসে। প্রতিদিনের অফিস যাতায়াতের ঝামেলা থেকে রেহাই পেতেই তিনি বর্তমানে নিজের হাতে বানানো সৌর চালিত সাইকেল চেপেই অফিস যাতায়াত করছেন।
advertisement
advertisement
সাইকেলের উপর তিনি লাগিয়েছেন আস্ত একটি সোলার প্যানেল। অফিস যাতায়াত করার সময় সোলার প্যানেল থেকে চার্জ হয়ে যায় ব্যাটারি। সেই কারণেই আলাদা করে চার্জ দিতে হয় না তাঁর সাইকেলে। আর তা থেকেই ঘন্টায় ৩৫ কিলোমিটার বেগে চলে  সাইকেল। একবার পুরো চার্জে টানা ৬০ কিলোমিটার পর্যন্ত যাওয়া যাবে এই সাইকেলে চেপে। এই সাইকেল দেখতে ইতিমধ্যেই ভিড় জমিছেন আত্মীয়-স্বজন থেকে শুরু করে স্থানীয় মানুষেরা।
advertisement
Mainak Debnath
view comments
বাংলা খবর/ খবর/নদিয়া/
Nadia: সৌরবিদ্যুৎ চালিত সাইকেল বানিয়ে বাজিমাত করিমপুরের বাসিন্দার
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement