TRENDING:

Nadia News: সংগ্রামের আখ্যান দিক অনুপ্রেরণা! রিয়্যালিটি শোয়ের অডিশনে রূপান্তরকামী মহিলা

Last Updated:

যাঁরা অডিশন দিতে এসেছেন, তাঁদের মধ্যে কেউ গৃহবধূ, কেউ ছাত্রী। অনেকে আবার চাকুরীজীবী।  তাঁদের মধ্যে  রয়েছেন রূপান্তরকামী মহিলাও।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কৃষ্ণগঞ্জ: নদিয়ায় টিভি চ্যানেলের রিয়্যালিটি শো-এর অডিশন দিতে ভিড় অসংখ্য মহিলার। এসেছেন এক রূপান্তরকামী মহিলাও। এই রিয়্যালিটি শোয়ের মাধ্যমে নিজের সংগ্রামের কথা সকলের কাছে পৌঁছে দিতে চান তিনি।
advertisement

অতীতে বেশিরভাগ রিয়্যালিটি শো কলকাতা কেন্দ্রিক হলেও বর্তমানে সেগুলি ছড়িয়ে পড়ছে জেলার বিভিন্ন প্রান্তে। এই রিয়্যালিটি শোয়ে আসতে গেলে দিতে হয় অডিশন। এ বার একটি টিভি চ্যানেলের রিয়্যালিটি শোয়ে অডিশন দিতে রীতিমতো কাতারে কাতারে মহিলাদের ভিড় লক্ষ্য করা গেল নদিয়ার কৃষ্ণগঞ্জে। অডিশন দিতে উপস্থিত হয়েছেন রূপান্তরকারী মহিলাও।

যাঁরা অডিশন দিতে এসেছেন, তাঁদের মধ্যে কেউ গৃহবধূ, কেউ ছাত্রী। অনেকে আবার চাকুরীজীবী।  তাঁদের মধ্যে  রয়েছেন রূপান্তরকামী মহিলাও।  খোলা মাঠের মধ্যে সম্পূর্ণ নিয়ম মেনেই আয়োজন করা হয়েছিল শোয়ের অডিশনের। প্রত্যেকেই  নিজের কর্মদক্ষতা এবং সমস্ত রকম তথ্য দিয়ে অডিশন দেন।

advertisement

আরও পড়ুন: মামা-ভাগ্নে পাহাড় ঘুরতে এসে টয়ট্রেন! এমন সুযোগ হাতছাড়া করবেন না

View More

আরও পড়ুন: মাছ খেতে ভালবাসেন? এদিকে জালে উঠছে না পমফ্রেট, ভোলা, ইলিশ! বিপদ মৎস্যজীবীদের, কী হল হঠাৎ!

অডিশনের দিতে এসে এক প্রার্থী জানান, সমাজ এবং পরিবারের বিরুদ্ধে গিয়ে তিনি একজন রূপান্তরকামী মহিলা হিসেবে সফলভাবে নিজেকে প্রতিষ্ঠা করেছেন। তাঁর মতো যাঁদের সমাজ থেকে বঞ্চিত করে রাখা হয়েছে, তাঁদের কাছে তিনি অনুপ্রেরণা হয়ে উঠতে চান। তাঁকে দেখে যাতে আরও অনেকে এগিয়ে আসতে পারে, সেই কারণেই তিনি এই প্ল্যাটফর্ম বেছে নিয়েছেন।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

মৈনাক দেবনাথ

বাংলা খবর/ খবর/নদিয়া/
Nadia News: সংগ্রামের আখ্যান দিক অনুপ্রেরণা! রিয়্যালিটি শোয়ের অডিশনে রূপান্তরকামী মহিলা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল