রেলযাত্রীদের জন্য সুখবর...! কল্যাণী থেকে শিয়ালদহ ছুটবে নতুন AC লোকাল, রবিবারেও চলবে পরিষেবা, দেখে নিন সময়সূচি

Last Updated:
AC Local Train: যাত্রী সংখ্যা ক্রমেই বাড়ছে। আর তাই আপাতত পরীক্ষামূলকভাবে শিয়ালদহ কৃষ্ণনগরের মধ্যে চলবে রবিবারের এই এসি ট্রেনের পরিষেবা। এছাড়া, সোমবার থেকে শনিবার এবার শিয়ালদহ থেকে কল্যাণীর মধ্যেও নতুন সময়ে এসি ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে
1/8
বেড়েছে যাত্রী। বাড়ছে চাহিদা। আর সেই কারণেই এবার রবিবারেও চলবে এসি লোকাল। শিয়ালদহ- রানাঘাট এবং শিয়ালদহ-কৃষ্ণনগর এই দুই রুটে বর্তমানে এসি লোকালের পরিষেবা রয়েছে। সেখানে যাত্রী সংখ্যা ক্রমেই বাড়ছে।
বেড়েছে যাত্রী। বাড়ছে চাহিদা। আর সেই কারণেই এবার রবিবারেও চলবে এসি লোকাল। শিয়ালদহ- রানাঘাট এবং শিয়ালদহ-কৃষ্ণনগর এই দুই রুটে বর্তমানে এসি লোকালের পরিষেবা রয়েছে। সেখানে যাত্রী সংখ্যা ক্রমেই বাড়ছে।
advertisement
2/8
তাই আপাতত পরীক্ষামূলকভাবে শিয়ালদহ, কৃষ্ণনগরের মধ্যে চলবে রবিবারের এই এসি ট্রেনের পরিষেবা। এছাড়া, সোমবার থেকে শনিবার এবার শিয়ালদহ থেকে কল্যাণীর মধ্যেও নতুন সময়ে এসি ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তাই আপাতত পরীক্ষামূলকভাবে শিয়ালদহ, কৃষ্ণনগরের মধ্যে চলবে রবিবারের এই এসি ট্রেনের পরিষেবা। এছাড়া, সোমবার থেকে শনিবার এবার শিয়ালদহ থেকে কল্যাণীর মধ্যেও নতুন সময়ে এসি ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
advertisement
3/8
রবিবার শিয়ালদহ থেকে এসি লোকাল ছাড়বে সকাল ১১:৫৫ মিনিট নাগাদ। কৃষ্ণনগর পৌঁছবে দুপুর ২:১১ মিনিট নাগাদ। অপরদিকে, কৃষ্ণনগর থেকে ছাড়বে দুপুর ৪:০৫ মিনিট নাগাদ। পৌঁছবে সন্ধ্যা ৬:২০ মিনিট নাগাদ।
রবিবার শিয়ালদহ থেকে এসি লোকাল ছাড়বে সকাল ১১:৫৫ মিনিট নাগাদ। কৃষ্ণনগর পৌঁছবে দুপুর ২:১১ মিনিট নাগাদ। অপরদিকে, কৃষ্ণনগর থেকে ছাড়বে দুপুর ৪:০৫ মিনিট নাগাদ। পৌঁছবে সন্ধ্যা ৬:২০ মিনিট নাগাদ।
advertisement
4/8
এই পরিষেবার মধ্যেই নৈহাটি, কল্যাণী রানাঘাট-সহ ঘোষিত স্টেশনগুলিতে দাঁড়াবে এসি লোকাল। সাফল্য মিললে সম্পূর্ণরূপে রবিবার পরিষেবা রেখে দেওয়া হবে।
এই পরিষেবার মধ্যেই নৈহাটি, কল্যাণী রানাঘাট-সহ ঘোষিত স্টেশনগুলিতে দাঁড়াবে এসি লোকাল। সাফল্য মিললে সম্পূর্ণরূপে রবিবার পরিষেবা রেখে দেওয়া হবে।
advertisement
5/8
বর্তমানে সোমবার থেকে শনিবার পর্যন্ত এসি লোকালের পরিষেবা ছিল। কিন্তু এতটাই চাহিদা বেড়ে গিয়েছে যে,রবিবারও শুরু করার জন্য যাত্রীদের তরফে আবেদন আসছে।
বর্তমানে সোমবার থেকে শনিবার পর্যন্ত এসি লোকালের পরিষেবা ছিল। কিন্তু এতটাই চাহিদা বেড়ে গিয়েছে যে,রবিবারও শুরু করার জন্য যাত্রীদের তরফে আবেদন আসছে।
advertisement
6/8
শিয়ালদহ-কল্যাণী এসি লোকালের সময়সূচি:শিয়ালদহ থেকে দুপুর ৩:১০ মিনিট নাগাদ কল্যাণীর উদ্দেশ্যে এসি লোকাল ছাড়বে। কল্যাণী পৌঁছবে বিকেল ৪:৩২ মিনিট নাগাদ।
শিয়ালদহ-কল্যাণী এসি লোকালের সময়সূচি:শিয়ালদহ থেকে দুপুর ৩:১০ মিনিট নাগাদ কল্যাণীর উদ্দেশ্যে এসি লোকাল ছাড়বে। কল্যাণী পৌঁছবে বিকেল ৪:৩২ মিনিট নাগাদ।
advertisement
7/8
কল্যাণী থেকে এসি লোকাল ছাড়বে ৫:০২ মিনিট নাগাদ। শিয়ালদহ পৌঁছবে সন্ধ্যা ৬:২০ মিনিট নাগাদ।
কল্যাণী থেকে এসি লোকাল ছাড়বে ৫:০২ মিনিট নাগাদ। শিয়ালদহ পৌঁছবে সন্ধ্যা ৬:২০ মিনিট নাগাদ।
advertisement
8/8
প্রতিদিন কল্যাণী এইমসে-এ অনেক রোগী এবং তাঁদের পরিজনরা যাতায়াত করেন। মূলত, তাঁদের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত। স্বাভাবিকভাবে নতুন একটি দিন এবং পাশাপাশি নতুন আরেকটি এসি লোকাল পেয়ে খুশি নদিয়াবাসী।
প্রতিদিন কল্যাণী এইমসে-এ অনেক রোগী এবং তাঁদের পরিজনরা যাতায়াত করেন। মূলত, তাঁদের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত। স্বাভাবিকভাবে নতুন একটি দিন এবং পাশাপাশি নতুন আরেকটি এসি লোকাল পেয়ে খুশি নদিয়াবাসী।
advertisement
advertisement
advertisement