ওয়েস্ট বেঙ্গল রেডিও ক্লাবের সম্পাদক অম্বরিশ নাগ বিশ্বাস জানান, ঋতু পরিবর্তনের সময়ে দ্রাঘিমা রেখার কাছে গ্লোবাল ওয়ার্মিংয়ের প্রভাব রেডিও তরঙ্গে কী ধরনের অস্থিরতা তৈরি করে, তা যাচাই করাই এই কর্মসূচির প্রধান উদ্দেশ্য। অনুষ্ঠানে অস্থায়ী রেডিও স্টেশন তৈরি করে বিশ্বের বিভিন্ন প্রান্তের সঙ্গে বার্তা বিনিময় করা হবে। সংগৃহীত তথ্য ভবিষ্যতে বিপর্যয়কালে যোগাযোগ রক্ষার কৌশল তৈরিতে সহায়ক হবে বলে আশা করছেন আয়োজকেরা।
advertisement
এছাড়া ওয়েস্ট বেঙ্গল রেডিও ক্লাব ও ইন্ডিয়ান অ্যাকাডেমি অফ কমিউনিকেশন অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট প্রত্যন্ত এলাকার বিপর্যয় মোকাবিলা কর্মীদের হ্যাম রেডিও প্রশিক্ষণ দিয়ে থাকে। প্রশিক্ষণ শেষে তারা কেন্দ্রীয় সরকারের লাইসেন্স পেলেও মাঠ পর্যায়ের অভিজ্ঞতা অনেকেরই থাকে না।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এই কর্মসূচিতে শেখানো হবে দ্রুত অস্থায়ী রেডিও স্টেশন স্থাপনের কৌশল, দুর্বল রেডিও প্রপাগেশনেও বার্তা পৌঁছে দেওয়ার উপায়, বৈশ্বিক যোগাযোগের পদ্ধতি ও সৌরশক্তি ব্যবহারের প্রযুক্তি। কৃষ্ণনগরের এই আয়োজন তাই ভবিষ্যৎ বিপর্যয় মোকাবিলায় এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ।





