জানা গিয়েছে, দেশি পিস্তলের বাঁটদিয়ে যুবকের মাথায় সজোরে আঘাত করা হয়। আহত যুবকের নাম দিবাকর দাস। বাড়ি শান্তিপুরের তরফদার পাড়ায়।
সূত্রের খবর, শান্তিপুরের পথে দোল উৎসব উপলক্ষে গোপালের মূর্তি নিয়ে বেশ কয়েকটি শোভাযাত্রা বার হয়। যার মধ্যে ছিল শান্তিপুর তরফদার পাড়ার লিডারস ক্লাব। অভিযোগ, শোভাযাত্রা চলাকালীন শান্তিপুরের চাঁদনী পাড়ার বেশ কিছু যুবক অশান্তি সৃষ্টি করে। প্রতিবাদ করেন দিবাকর দাস। অভিযোগ তখনই দুই যুবক দেশি পিস্তলের বাঁট দিয়ে তার মাথায় সজোরে আঘাত করে। ঘটনাস্থলে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন দিবাকর। তাঁর বন্ধুরা তাঁকে হাসপাতালে নিয়ে যায়। সেখানেই প্রাথমিক চিকিৎসা শুরু হয় যুবকের।
advertisement
আরও পড়ুন: নিয়োগ দুর্নীতি কাণ্ডের জল গড়াল টলিউডেও! অভিনেতা বনি সেনগুপ্তকে তলব ED-র
আরও পড়ুন: কুন্তল ঘোষের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা নিয়েছিলেন বনি সেনগুপ্ত, কিন্তু কেন, জানালেন বাবা
আহত যুবকের অভিযোগ, দোল উৎসবের প্রথম দিনে তাদের পূজিত হওয়া গোপালের হাত থেকে সন্দেশ চুরির ঘটনা ঘটে। তখন প্রতিবাদ করেন তিনি। আর তার জেরে শোভাযাত্রা চলাকালীন তাকে একা পেয়ে তার উপর হামলা চালায় অভিযুক্তরা। এই ঘটনায় শান্তিপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হবে বলে জানানো হয়েছে পুজো কমিটির তরফ থেকে।
মৈনাক দেবনাথ






