TET Scam: নিয়োগ দুর্নীতি কাণ্ডের জল গড়াল টলিউডেও! অভিনেতা বনি সেনগুপ্তকে তলব ED-র
- Published by:Satabdi Adhikary
Last Updated:
ইতিমধ্যেই, কুন্তল ঘোষ সম্পর্কে বেশ কিছু তথ্য হাতে এসেছে ইডির। জানা গিয়েছে, এই কুন্তলের কাছ থেকেই চাকরি প্রার্থীদের কাছ থেকে নেওয়া টাকা বিভিন্ন অ্যাকাউন্টে ট্রান্সফার করা হত। টাকা ট্রান্সফারর হওয়া অ্যাকাউন্টে ছিল সোমা চক্রবর্তী নামে এক মহিলার নামও।
কলকাতা: নিয়োগ দুর্নীতি কাণ্ডের জল গড়াল এবার টলিউডের অভিনেতা পর্যন্ত। চলতি সপ্তাহেই তলব করা হল অভিনেতা বনি সেনগুপ্তকে। সূত্রের খবর, আগামিকাল, অর্থাৎ, শুক্রবারই ইডির দফতরে হাজিরা দিতে পারেন 'ডাল বাটি চুরমা'র অভিনেতা। এছাড়াও, নিয়োগ দুর্নীতি মামলায় হুগলির বলাগড়ের তৃণমূল নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়কেও তলব করতে চলেছে ইডি। চলতি সপ্তাহেই তাঁকে তলব করা হবে। এর আগেও নিয়োগ দুর্নীতি কাণ্ডে একাধিকবার তলব করা হয়েছিল শান্তনুকে।
ইডি সূত্রের খবর, নিয়োগ দুর্নীতি কাণ্ডে অভিযুক্ত হুগলির তৃণমূল যুবনেতা কুন্তল ঘোষের ব্যাঙ্কের নথি থেকেই অভিনেতা বনি সেনগুপ্তর নাম পেয়েছেন গোয়েন্রাদা। তাহলে কি, টলিউড অভিনেতার সঙ্গেও টাকার লেনদেন হয়েছিল কুন্তলের? হয়ে থাকলে, তার পিছনে কী কারণ রয়েছে? অর্থাৎ, কীসের জন্য কুন্তল এবং বনির মধ্যে টাকার দেওয়া নেওয়া হয়েছিল? এই সব সম্পর্কে সম্পূর্ণ তথ্য পেতেই অভিনেতা বনি সেনগুপ্তকে তলব করা হয়েছে বলে জানা গিয়েছে। প্রসঙ্গত, একুশের নির্বাচনের আগে বিজেপি-তে যোগ দিতে দেখা গিয়েছিল এই অভিনেতাকে।
advertisement
এছাড়া, কানাঘুঁষো শোনা যাচ্ছে, ইডি-র তদন্তে উঠে এসেছে এক অভিনেত্রীর নামও। চলতি সপ্তাহে কুন্তলের কয়েকজন এজেন্টকেও তলব করা হয়েছে বলে ইডি সূত্রে খবর।
advertisement

গত ফেব্রুয়ারি মাসের ইডির দফতরে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয়েছিল তৃণমূলনেতা শান্তনুকে। সেই সময়েও তাঁকে দীর্ঘ জিজ্ঞাসাবাদ করেন ইডির আধিকারিকেরা। সূত্রের খবর, তাঁর কাছ তাঁর সম্পত্তির নথি চাওয়া হয়েছিল। কুন্তলের সঙ্গেও শান্তনুর টাকার লেনদেন হত কি না, শুক্রবার তা নিয়েও ইডির শান্তনুকে জিজ্ঞাসাবাদ করতে পারেন আধিকারিকেরা।
advertisement
আরও পড়ুন: কেন হাতছাড়া হয়েছে সাগরদিঘি! ময়নাতদন্তের রিপোর্ট স্পষ্ট হল কারণ
ইতিমধ্যেই, কুন্তল ঘোষ সম্পর্কে বেশ কিছু তথ্য হাতে এসেছে ইডির। জানা গিয়েছে, এই কুন্তলের কাছ থেকেই চাকরি প্রার্থীদের কাছ থেকে নেওয়া টাকা বিভিন্ন অ্যাকাউন্টে ট্রান্সফার করা হত। টাকা ট্রান্সফার হওয়া অ্যাকাউন্টে ছিল সোমা চক্রবর্তী নামে এক মহিলার নামও।
আরও পড়ুন: এলআইসি-এসবিআই নিয়ে সংসদে সুর চড়াতে চলেছে তৃণমূল, নজরে গ্যাসের মূল্যবৃদ্ধিও
সোমার অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয়েছিল ৫০ লক্ষেরও বেশি টাকা। কুন্তল ঘনিষ্ঠ সোমার দাবি, তাঁর বিউটি পার্লারের ব্যবসা বাড়ানোর জন্যই কুন্তলের কাছ থেকে ওই টাকা ঋণ নিয়েছিল সে। কিন্তু, এই যুক্তি মানতে চাননি তদন্তকারীরা। কারণ, সোমবার অ্যাকাউন্টে ট্রান্সফার হওয়া টাকা পরে অন্য ব্যক্তির অ্যাকাউন্টেও ট্রান্সফার করা। এই সোমাকেও ব্যাঙ্কের লেনদেনের নথিপত্র নিয়ে তলব করেছিল গোয়েন্দারা।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷
Location :
Kolkata,Kolkata,West Bengal
First Published :
March 09, 2023 11:36 AM IST