Budget Session | AITMC: এলআইসি-এসবিআই নিয়ে সংসদে সুর চড়াতে চলেছে তৃণমূল, নজরে গ্যাসের মূল্যবৃদ্ধিও

Last Updated:

তৃণমূলের তালিকার দ্বিতীয় ইস্যু হচ্ছে রান্নার গ্যাসের দাম বাড়ানো। ঘাসফুল শিবিরের দাবি, ভারতের উত্তরপূর্বের ৩ রাজ্যের ভোট মিটতেই রান্নার গ্যাসের দাম একলাফে অনেকটা টাকা বাড়িয়ে দিয়েছে কেন্দ্র।

নয়াদিল্লি: কেন্দ্রীয় বাজেট অধিবেশনের প্রথম পর্বের সমাধা হয়ে গিয়েছে। এবার, আগামী ১৩ মার্চ থেকে শুরু হতে চলেছে অধিবেশনের দ্বিতীয় পর্ব। তৃণমূল সূত্রের খবর, গতবারের মতো এই পর্বেও এলআইসি এবং রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে 'আর্থিক বিনিয়োগ' নিয়ে সংসদে সরব হবে তৃণমূল। চলতি অধিবেশনের এই পর্বে তৃণমূলের স্ট্র্যাটেজি কী হতে চলেছে, তা স্থির করতে গত বুধবার কলকাতায় একটি বৈঠক ডেকেছিলেন তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের নেতৃত্বাধীন সেই বৈঠকে উপস্থিত ছিলেন দলের অভিষেক বন্দ্যোপাধ্যায়, সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং ডেরেক ও ব্রায়েনের মতো সাংসদেরা। সেই বৈঠক শেষেই এলআইসি, এসবিআই ইস্যুতে সংসদে সুর চড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সূত্রের খবর।
বৈঠক শেষে বেরিয়ে ডেরেক ও ব্রায়েন বলেন, "সংসদে দলের রণকৌশল সম্পর্কে আলোচনা হয়েছে। দলনেত্রী যে নির্দেশ দিয়েছেন, তা অনুসরণ করেই দলের সাংসদেরা তাঁদের দায়িত্ব পালন করবেন।"
আরও পড়ুন: বিজেপি-র MLA-কে চড় কষিয়েছিলেন এই ব্ল্যাক বেল্ট মহিলা IPS, এবার তিনিই জেরা করবেন অনুব্রতকে
জানা গিয়েছে, এই দফায় মূলত কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ত্রিমুখী আক্রমণ শানাতে চলেছে তৃণমূল। যার মধ্যে প্রথমেই থাকছে এসবিআই এবং এলআইসি নিয়ে কেন্দ্রীয় নীতির চূড়ান্ত সমালোচনা। প্রসঙ্গত, সম্প্রতি দেশের এক শিল্পপতির সংস্থার এলআইসি এবং এসবিআইয়ের মতো সংস্থায় বিনিয়োগ করা নিয়ে প্রশ্ন উঠেছে। যা নিয়ে জবাবদিহি করতে হয়েছে অর্থমন্ত্রী নির্মলা সীতারামণকেও।
advertisement
advertisement
তৃণমূলের তালিকার দ্বিতীয় ইস্যু হচ্ছে রান্নার গ্যাসের দাম বাড়ানো। ঘাসফুল শিবিরের দাবি, ভারতের উত্তরপূর্বের ৩ রাজ্যের ভোট মিটতেই রান্নার গ্যাসের দাম একলাফে অনেকটা টাকা বাড়িয়ে দিয়েছে কেন্দ্র। দলের এক সাংসদ বলেন, "কী ভাবে সরকার ভোটপর্ব মিটে যাওয়ার পরেই রান্নার গ্যাসের দাম বাড়িয়ে দেশের নিম্নমধ্যবিত্ত, গরিব জনতার উপর মূল্যবৃদ্ধির খাঁড়া নামিয়ে এনেছে, সেই বিষয়গুলি সংসদের ভিতরে ও বাইরে তুলে ধরা হবে।"
advertisement
আরও পড়ুন: খেয়াল করেছেন! বাজার থেকে কমে যাচ্ছে পুরনো ৫ টাকার কয়েন, কেন বলুন তো?
এছাড়া, ১০০ দিনের প্রকল্পের বকেয়া টাকা থেকে শুরু করে মহিলা সংরক্ষণ বিল। সব কিছু নিয়েই সরব হবেন তৃণমূল সাংসদেরা। ২০১০ সালে মনমোহন সিং-এর জমানায় রাজ্যসভায় এই মহিলা সংরক্ষণ বিলটি পাশ হয়েছিল। কিন্তু, বিষয়টি নিয়ে তারপর আর কোনও পদক্ষেপই করেনি সরকার। মহিলা সংরক্ষণ বিল আইনে পরিণত হলে লোকসভা ও বিধানসভায় ৩৩ শতাংশ সংরক্ষণ পাবেন মহিলা রাজনীতিকরা।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Budget Session | AITMC: এলআইসি-এসবিআই নিয়ে সংসদে সুর চড়াতে চলেছে তৃণমূল, নজরে গ্যাসের মূল্যবৃদ্ধিও
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement