TRENDING:

Nadia News: ভেঙে পড়ল সদ্য নির্মিত মিড ডে মিলের ঘরের ছাদের একাংশ! অল্পের জন্য রক্ষা শিক্ষিকার, প্রশ্নের মুখে স্কুলের নিরাপত্তা

Last Updated:

Nadia News: বুধবার শান্তিপুরের এসএসকে শিশু শিক্ষা কেন্দ্রে হঠাৎই অঘটন। সদ্য নির্মিত মিড ডে মিলের ঘরের ছাদের একাংশ আচমকা ভেঙে পড়ল। অল্পের জন্য প্রাণে বাঁচলেন শিক্ষিকা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
শান্তিপুর, নদিয়া, মৈনাক দেবনাথ: সদ্য নির্মিত মিড ডে মিলের ঘরের ছাদের একাংশ আচমকা ভেঙে পড়ল। অল্পের জন্য প্রাণে বাঁচলেন শিক্ষিকা। বুধবার শান্তিপুরের এসএসকে শিশু শিক্ষা কেন্দ্রে হঠাৎই অঘটন।
বিদ্যালয়ের শিক্ষিকা রিতা দাস
বিদ্যালয়ের শিক্ষিকা রিতা দাস
advertisement

বিদ্যালয়ের শিক্ষিকা রিতা দাস জানান, প্রায় দশ দিন আগে ওই মিড ডে মিলের ঘরটি নির্মাণ করা হয়েছে। এতদিন পর্যন্ত ঘরটি বন্ধ ছিল। আজ হঠাৎ দরজা খুলে ভিতর থেকে মিড ডে মিলের সামগ্রী আনতে গিয়ে তার সামনেই আচমকা ছাদের একাংশ ভেঙে পড়ে। অল্পের জন্য তিনি নিজে আহত হওয়া থেকে রক্ষা পান।

advertisement

আরও পড়ুনঃ সুস্বাদু কেকের সুবাসে ম-ম করছে গোটা শহর! মুখে দিলেই গলে যাচ্ছে, বড়দিনে সেরা কেকের স্বাদ পেতে অবশ্যই আসতে হবে

শিক্ষিকার আশঙ্কা, যদি সেই সময় বিদ্যালয়ের কোনও পড়ুয়া ঘরের ভিতরে থাকত, তাহলে বড়সড় দুর্ঘটনা ঘটতে পারত। যদিও নিয়ম অনুযায়ী, পড়ুয়ারা সরাসরি মিড ডে মিলের ঘরে ঢোকে না, কিন্তু অনেক সময় তারা সেখানে ঢুকে পড়ে বলেও তিনি জানান।

advertisement

উল্লেখ্য, ওই এসএসকে শিশু শিক্ষা কেন্দ্রে মোট ৪৬ জন পড়ুয়া রয়েছে। শিক্ষিকা বলতে তিনি একাই। মিড ডে মিল চালানোর জন্য রয়েছেন দু’জন রাঁধুনি। একই বিদ্যালয় প্রাঙ্গণে একটি অঙ্গনওয়াড়ি স্কুলও রয়েছে, যা বিদ্যালয়ের বারান্দায় পরিচালিত হয়। ঘটনার পর শিক্ষিকা স্থানীয় পঞ্চায়েত সদস্যদের বিষয়টি জানিয়েছেন। গোটা বিষয়টি খতিয়ে দেখা হবে বলে তিনি আশ্বাস দেন।

advertisement

আরও পড়ুনঃ ৮ কোটির ঝকঝকে স্টেশন, কিন্তু ট্রেন কোথায়! সিউড়িতে রেল যোগাযোগের অভাব ঘিরে ক্ষোভ, ট্রেনের সংখ্যা বাড়ানোর দাবি

অন্যদিকে ‘আমার পাড়া আমার সমাধান’এর কাজের দেখভালের সভাপতি হিসাবে স্থানীয় রতন সরকারকে মনোনীত করা হয়েছিল সাধারণ মানুষের পক্ষ থেকে। তিনি অভিযোগ তুলছেন, কন্ট্রাক্টর কিংবা ইঞ্জিনিয়ার এর আগের বেশ কিছু কাজের ক্ষেত্রে সই করলেও এ কাজের ক্ষেত্রে কিছুই জানাননি। তবে কন্ট্রাক্টর তৃণমূল নাকি বিজেপি ঘনিষ্ঠ সে বিষয়ে অবশ্য তিনি বিতর্কে জড়াননি।

advertisement

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
পুরুলিয়ার অ্যাডভেঞ্চার ট্যুরিজমে নতুন আকর্ষণ! টেলিস্কোপে নাইট স্কাই ওয়াচিং
আরও দেখুন

তবে তাকে ব্রাত্য রাখা হয়েছে সে কথা সরকারি মহলে তিনি জানাবেন বলেই জানিয়েছেন। এই ঘটনায় স্কুলের নিরাপত্তা ও সরকারি প্রকল্পের কাজের গুণগত মান নিয়ে নতুন করে প্রশ্ন উঠল। এলাকাবাসীদের আশঙ্কা, এখনই যদি ছাদ এভাবে ভেঙে পড়ে তাহলে দু’ পাঁচ বছর বাদে কী হাল হবে! সবচেয়ে বড় কথা হচ্ছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এসে বিষয়টি আশ্বস্ত না করলে এই মুহূর্তে তারা স্কুলে বাচ্চাদের পাঠাবেন না।

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Nadia News: ভেঙে পড়ল সদ্য নির্মিত মিড ডে মিলের ঘরের ছাদের একাংশ! অল্পের জন্য রক্ষা শিক্ষিকার, প্রশ্নের মুখে স্কুলের নিরাপত্তা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল