সূত্রের খবর বুধবার সকালে রাস্তা দিয়ে যাচ্ছিলেন রাজু দাস নামে এক যুবক। অভিযোগ সেই সময় রাস্তায় পড়ে থাকা তার জড়িয়ে পড়ে একটি টুকটুকিতে। যার জেরে টুকটুকি উল্টে আহত হন রাজু। কিন্তু কেন নজরদারী নেই প্রশাসনের? প্রতিবাদে পথ অবরোধ করলো স্থানীয় বাসিন্দারা এবং সঙ্গে ছিল বামেদের DYFI সংগঠন। কিন্তু কীভাবে ঘটল এই ঘটনা, স্থানীয় সুত্রে জানা যায় বেশ কয়েকদিন ধরেই রাস্তার পাশে বিপজ্জনক ভাবে পড়েছিল এই তার।
advertisement
আরও পড়ুনঃ আবারও বাচ্চা হস্তান্তরের অভিযোগ রানাঘাট মহাকুমা হাসপাতালে!
অভিযোগ যা নিয়ে কোনও হেলদোল ছিল না প্রশাসনের। এদিন ওই স্থান দিয়ে একটি টোটো যেতেই হয় বিপত্তি।জানা যায়া সেই টোটোতে বিপজ্জনক তারটি আটকে জড়িয়ে যায় রানাঘাটের বাসিন্দা রাজু দাস নামে এক ব্যক্তির শরীরে।সঙ্গে সাঙ্গেই তিনি আছড়ে পড়েন রাস্তার ওপর।গুরুতর চোট লাগে রাজুর মাথায় ও শরীরে।বর্তমানে গুরুতর আহত হয়ে রানাঘাট মহাকুমা হাসপাতালে চিকিৎসাধীন।
আরও পড়ুনঃ মুখ্যমন্ত্রীর ৬০ হাজার টাকা অনুদান ঘোষণায় খুশি একাধিক পূজা কমিটি
কিন্তু রাস্তার ধারে এভাবে বিপজ্জনকভাবে তার পড়ে রয়েছে আর পৌরসভার কোনও হেলদোল নেই? এদিন এই অভিযোগ তুলে পথে নামে বামেদের ছাত্র সংগঠান DYFI। দীর্ঘক্ষন তারা রানাঘাটের গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ করে রাখে।পরে পুলিশের হস্তক্ষেপে অবরোধ উঠে যায়। রানাঘাট পুরসভার পৌর প্রধান কোশল দেব বন্দ্যোপাধ্যায় আশ্বাস দেন দ্রুত সমস্যার সমাধান করা হবে।
Mainak Debnath