TRENDING:

Nadia: প্লাস্টিকের ব্যাগ বর্জন করতে কাপড়ের ব্যাগ বিলি করলেন শান্তিপুরের কাউন্সিলর

Last Updated:

প্লাস্টিক বর্জন করতে এবার রাস্তায় নামলেন কাউন্সিলর। সাধারণ মানুষকে প্লাস্টিক বর্জন করার উদ্দেশ্য নিয়ে কাপড়ের ব্যাগ বিতরণ করলেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নদিয়া : প্লাস্টিক বর্জন করতে এবার রাস্তায় নামলেন কাউন্সিলর। সাধারণ মানুষকে প্লাস্টিক বর্জন করার উদ্দেশ্য নিয়ে কাপড়ের ব্যাগ বিতরণ করলেন। নদিয়ার শান্তিপুর পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রশান্ত গোস্বামী। বিভিন্ন বাজারে ঘুরে সাধারণ মানুষকে কাপড়ের ব্যাগ বিলি করলেন। প্লাস্টিক বর্জন করার উদ্যোগ আগেই নিয়েছে রাজ্য সরকার। বিভিন্ন সচেতনতামূলক অনুষ্ঠানের মধ্য দিয়ে প্লাস্টিক যে ক্ষতিকারক তা বোঝানোর চেষ্টা করা হয়েছে সাধারণ মানুষকে। কিন্তু এখনও দেখা যাচ্ছে কোনও কোনও দোকানদার প্লাস্টিক ব্যবহার করছেন। মূলত শহর থেকে যাতে প্লাস্টিক ব্যবহার পুরোপুরি নিষিদ্ধ করে তোলা যায় সেই উদ্দেশ্যেই এদিন রাস্তায় নেমে কাপড়ের ব্যাগ বিতরণ করেন কাউন্সিলর। তিনি বলেন দীর্ঘদিন ধরেই শান্তিপুরে বিভিন্ন অনুষ্ঠান এবং কর্মসূচির মধ্য দিয়ে প্লাস্টিক বন্ধ করার প্রচেষ্টা করা হয়েছে।
advertisement

সেই কারণেই এদিন আমি প্রায় ষাটখানা কাপড়ের ব্যাগ বিতরণ করলাম। এই প্রক্রিয়া আমাদের এবং এই কর্মসূচি চলতে থাকবে। যাতে শান্তিপুর থেকে একদম প্লাস্টিক ব্যবহার বন্ধ করে দেওয়া যায়, সেই উদ্দেশ্যেই আজকের এই কর্মসূচি বলে জানান তিনি। উল্লেখ্য, জুলাই মাস থেকেই রাজ্য সরকার একবার ব্যবহারযোগ্য সমস্ত প্লাস্টিকের ক্যারিব্যাগ এছাড়াও প্লাস্টিকের সামগ্রী ব্যবহার করতে নিষেধ করেছে। প্লাস্টিক মারাত্মক পরিমাণে আমাদের বাস্তুতন্ত্রকে ক্ষতি করছে।

advertisement

আরও পড়ুনঃ রাস্তা নির্মাণের জন্য ১৫ ফুট গর্ত! দুশ্চিন্তায় স্থানীয়রা

সেই কারণেই সরকারের এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছে পরিবেশ সচেতন নাগরিকেরা। কিন্তু এখনও বেশ কিছু জায়গায় প্রশাসনের চোখ এড়িয়ে ব্যবহার করা হচ্ছে সেই সমস্ত নিষিদ্ধ প্লাস্টিক। একাধিক জায়গায় অভিযান চালিয়ে বেশ কিছু নিষিদ্ধ প্লাস্টিক বাজেয়াপ্ত করা হয় এবং কিছু লোককে জরিমানাও করা হয় বলে জানা যায়।

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

Mainak Debnath

বাংলা খবর/ খবর/নদিয়া/
Nadia: প্লাস্টিকের ব্যাগ বর্জন করতে কাপড়ের ব্যাগ বিলি করলেন শান্তিপুরের কাউন্সিলর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল