তিনি এটাও বলেন, সোমবার রাত্রে এই ঘটনা ঘটায় দুষ্কৃতীরা। মঙ্গলবার ব্যাঙ্কে আসার পর তারা এই ঘটনা জানতে পারেন। যদিও স্থানীয় এক ব্যাঙ্কের কর্মচারীকে ওই স্থানের এক ব্যক্তি ফোন করে বিষয়টি জানান। ওই কর্মচারী এসে দেখে এটিএম ভাঙা অবস্থায় পড়ে রয়েছে। তখনই খবর দেওয়া হয় মোহনপুর পুলিশ ফাঁড়িতে।
আরও পড়ুন: রেপো রেট বাড়লেও এই ব্যাঙ্কগুলো এখনও সস্তায় হোম লোন দিচ্ছে, দেখে নিন বিস্তারিত!
advertisement
আরও পড়ুন: এক ধাক্কায় বস্তা পিছু ২০-৩০ টাকা, দাম বাড়ল সিমেন্টের, বাড়ি বানাতে খরচও বাড়বে!
খবর পেয়ে ঘটনা স্থলে আসে পুলিশ। পুলিশ এসে গোটা বিষয়টির তদন্তে নামে। পুলিশ সূত্রে জানা যায়, গ্যাস কাটার দিয়ে ওই এটিএমে লুট চালিয়েছে দুষ্কৃতীরা। একটি গ্যাস কাটার ও ফেলে রেখে গেছে ওই এটিএমে। দুষ্কৃতীদের ফেলে রেখে যাওয়া গ্যাস কাটারটি এটিএম কাউন্টার থেকে উদ্ধার করেছে পুলিশ। এর পাশাপাশি গোটা ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ প্রশাসন।
প্রসঙ্গত, জেলার বিভিন্ন জায়গায় একাধিক এটিএম রয়েছে যেখানে নিরাপত্তা রক্ষীরা থাকে না। শুধুমাত্র সিসিটিভি ক্যামেরার ভরসায় সেই এটিএম গুলো রয়েছে পড়ে। রাত্রেবেলা রাস্তাঘাট ফাঁকা নির্জন হয়ে গেলে এটিএম এর কাউন্টার গুলি পড়ে থাকে ফাঁকা। সেই কারণেই এটিএম গুলির নিরাপত্তা নিয়ে উঠছে ইতিমধ্যেই একাধিক প্রশ্ন!
Mainak Debnath