রেপো রেট বাড়লেও এই ব্যাঙ্কগুলো এখনও সস্তায় হোম লোন দিচ্ছে, দেখে নিন বিস্তারিত!
- Published by:Arjun Neogi
- news18 bangla
- Written by:Trending Desk
Last Updated:
হোম লোন নেওয়ার সময় প্রথমেই দেখতে হবে কোন ব্যাঙ্কের ঋণ সস্তা। এখানে তারই একটা তালিকা দেওয়া হল।
#নয়াদিল্লি: বাড়ি কিনতে প্রচুর টাকা দরকার। এ জন্য ব্যাঙ্ক থেকে লোন নেওয়াই সবচেয়ে সুবিধের। কিন্তু রিজার্ভ ব্যাঙ্ক রেপো রেট বাড়িয়ে দেওয়ায় এখন গৃহঋণ আগের চেয়ে ব্যয়বহুল। তবে এখনও কিছু ব্যাঙ্ক সস্তায় হোম লোন দেওয়ার চেষ্টা করছে। গৃহঋণ নেওয়ার আগে তাই সবদিক খতিয়ে দেখে নেওয়াই ভাল।
হোম লোন নেওয়ার সময় প্রথমেই দেখতে হবে কোন ব্যাঙ্কের ঋণ সস্তা। এখানে তারই একটা তালিকা দেওয়া হল।
এসবিআই: স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া হোম লোনের জন্য ৮.৫৫ শতাংশ থেকে ১২.৩৫ শতাংশ পর্যন্ত সুদ নেয়। প্রসেসিং ফি ১০,০০০ টাকা।
advertisement
ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র: শতাব্দী প্রাচীন ব্যাঙ্ক অফ মহারাষ্ট্রে হোম লোনের আবেদন করা যায়। এই ব্যাঙ্ক গ্রাহকদের ৮ শতাংশ সুদের হারে ঋণ দেয়।
advertisement
পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক: পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক ৭.৫০ শতাংশ সুদের হারে হোম লোন দিচ্ছে। পরিমাণ এবং মেয়াদ যত বেশি ঋণও তত বেশি। ০.৫ শতাংশ প্রসেসিং ফি দিতে হবে।
এইচডিএফসি ব্যাঙ্ক: এইচডিএফসি ব্যাঙ্ক ৮.১ শতাংশ থেকে ৮.৯ শতাংশ সুদের হারে হোম লোন দিচ্ছে। ব্যাঙ্কটির আরএলএলআর ৮.১ শতাংশ। ০.৫ শতাংশ প্রসেসিং ফি চার্জ করে।
advertisement
ইউনিয়ন ব্যাঙ্ক: ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার আরএলএলআর হার ৮.৭ শতাংশ৷ এই ব্যাঙ্ক ৮.২৫ শতাংশ থেকে ১০.১ শতাংশ হারে সুদ দিচ্ছে। ০.৫০ শতাংশ প্রসেসিং ফি চার্জ করা হয়।
এলআইসি এইচএফএল হোম লোন: ৬.৯০ শতাংশ সুদের হারে হোম লোন দিচ্ছে এলআইসি। মেয়াদ ৫ বছর থেকে ৩০ বছরের মধ্যে পরিবর্তিত হয়। ঋণের পরিমাণ এবং মেয়াদ বৃদ্ধির সঙ্গে সঙ্গে সুদের হারও বাড়ে। ০.২৫ শতাংশ প্রসেসিং ফি চার্জ করা হয়।
advertisement
আরও পড়ুন: কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া? শীত কমবে না বাড়বে? জানাল আবহাওয়া দফতর
অ্যাক্সিস ব্যাঙ্ক: এলআইসি-র মতো অ্যাক্সিস ব্যাঙ্কও ৬.৯০ শতাংশ সুদের হারে হোম লোন দিচ্ছে। ০.৫০ শতাংশ প্রসেসিং ফি দিতে হয়।
ব্যাঙ্ক অফ বরোদা: ব্যাঙ্ক অফ বরোদায় ৬.৯০ শতাংশ থেকে ৮.২৫ শতাংশ সুদের হারে হোম লোন পাওয়া যাচ্ছে।
advertisement
আরও পড়ুন: তখন বনাম এখন, করোনার উপসর্গ সময়ের সঙ্গে সঙ্গে কীভাবে পরিবর্তিত হয়েছে দেখে নিন, সজাগ থাকুন!
কোটাক মহিন্দ্রা ব্যাঙ্ক: কোটাক মহিন্দ্রা ব্যাঙ্ক ৮.৩০ শতাংশ হারে লোম লোন দিচ্ছে। অনলাইনে আবেদন করলে প্রসেসিং ফি মকুব করে দেওয়া হয়।
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 28, 2022 8:48 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
রেপো রেট বাড়লেও এই ব্যাঙ্কগুলো এখনও সস্তায় হোম লোন দিচ্ছে, দেখে নিন বিস্তারিত!