কান্দি বাসস্ট্যান্ডে টোটো ই-রিক্সা ইউনিয়নে বড় করে পালিত হল বিশ্বকর্মা পুজো। হিন্দু স্থাপত্য দেবতা বিশ্বকর্মার সন্তুষ্টি লাভের আশায় এই পুজো করা হয় বলে কথিত আছে। বলা যায় বিশ্বের স্রষ্টা হিসাবে বিবেচনা করা হয়, তিনি কৃষ্ণের শহর বলে পরিচিত দ্বারকা শহরটি নির্মাণ করেছিলেন বলে কথিত আছে। শুধু তাই নয় লঙ্কা নগরী, পাণ্ডবদের মায়া সভা, রামায়ণে উল্লিখিত ব্রহ্মার পুষ্পক রথ, দেবপুরী এবং বিষ্ণুর সুদর্শন চক্র, শিব এর ত্রিশূল তৈরি করেছিলেন।
advertisement
আরও পড়ুনঃ পুকুর থেকে যুবকের রক্তাক্ত দেহ উদ্ধার, উঠছে রহস্যর গন্ধ
তিনি বিশ্বের সব কর্মের সম্পাদক তাই তিনি আজকে বিশ্বকর্মা। ভাদ্র মাসের শেষ দিনে তাকে পুজো করা হয়। সেই কারণে হিন্দু পঞ্জিকা মতে বিশ্বকর্মা পুজোর দিনটি কন্যা সংক্রান্তিতে পড়ে ।প্রতি বছর ১৬ বা ১৭ই সেপ্টেম্বর এই পুজো হয়ে থাকে। সমগ্র কল কারখানা, শ্রমিক সংগঠন সহ বিভিন্ন জায়গায় পালিত হয় বিশ্বকর্মা পুজো।
আরও পড়ুনঃ ডোমকলে ফের উদ্ধার আগ্নেয়াস্ত্র! গ্রেফতার এক
পুরাণ মতে, বিশ্বকর্মা হলেন দেবলোকের কারিগর তাই সোজা কথায় যাকে বলা হয় দেবাদিদেব বা দেবতাদের ইঞ্জিনিয়ার। পুরাণ মতে, ব্রহ্মার আদেশে বিশ্বকর্মাদেব এই ধরাধামকে নিজে হাতে তৈরী করেন। পাশাপাশি, বিশ্বকর্মা দেবতাদের জন্য উড়ন্ত রথও তৈরি করেছিলেন। আর তা স্মরণ করতেই বিশ্বকর্মা পুজোর দিনে ঘুড়ি ওড়ানোর প্রচলন শুরু হয়।
Koushik Adhikary