Murshidabad News: পুকুর থেকে যুবকের রক্তাক্ত দেহ উদ্ধার, উঠছে রহস্যর গন্ধ
- Published by:Soumabrata Ghosh
Last Updated:
পারিবারিক বিবাদ ও জমি সংক্রান্ত বিবাদের জেরে প্রতিবেশী ফোন করে ডেকে নিয়ে গিয়ে যুবককে খুনের অভিযোগ উঠল কান্দিতে।
#মুর্শিদাবাদঃ পারিবারিক বিবাদ ও জমি সংক্রান্ত বিবাদের জেরে প্রতিবেশী ফোন করে ডেকে নিয়ে গিয়ে যুবককে খুনের অভিযোগ উঠল কান্দিতে। শনিবার সকালে মুর্শিদাবাদ জেলার কান্দি থানার অন্তর্গত প্রত্যন্ত এলাকা হিজল অঞ্চলের বাঘআচরা গ্রামে পুকুর থেকে এক যুবকের রক্তাত্ব মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো গোটা এলাকা জুড়ে। পুলিশ জানিয়েছে মৃতের নাম হালিম সেখ। পরিবারের সদস্যদের অভিযোগ, জমি সংক্রান্ত ও পারিবারিক বিবাদের জেরে শুক্রবার গভীর রাত্রে হালিম সেখকে ফোন করে ডাকে প্রতিবেশী আপেল সেখ, ডালিম সেখ, নাশপাতি সেখরা।
ফোনে ডেকে নিয়ে গেলেও রাতভর বাড়ি ফিরে আসেনি হালিম। ফোনে ডেকে নিয়ে গিয়ে তাকে নিয়ে গিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করে হালিম সেখকে বলে অভিযোগ। শনিবার সকালে হালিম সেখের বাড়ির কাছে একটি পুকুরে হালিম সেখের দেহ ভাসতে দেখে গ্রামবাসীরা। এবং ঘটনার কথা গ্রামে জানাজানি হতেই গোটা গ্রামে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কান্দি থানার পুলিশ।
advertisement
advertisement
পুলিশ মৃতদেহ পুকুর থেকে উদ্বার করে কান্দি মহকুমা হাসপাতালে পাঠিয়েছেন। অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করেছে কান্দি থানার পুলিশ। শনিবার দুপুরে দেহ ময়না তদন্তের পর দেহ তুলে দেওয়া হয় পরিবারের সদস্যদের হাতে। কি কারণে এই হত্যা, জমি সংক্রান্ত বিবাদ ও পারিবারিক বিবাদ মুল কারণ কিনা তা খতিয়ে দেখছে কান্দি থানার পুলিশ। যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি।
advertisement
Koushik Adhikary
Location :
First Published :
September 17, 2022 5:25 PM IST
বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Murshidabad News: পুকুর থেকে যুবকের রক্তাক্ত দেহ উদ্ধার, উঠছে রহস্যর গন্ধ