Murshidabad Viswakarma Puja: ধুমধামের সঙ্গে জেলা জুড়ে পালিত বিশ্বকর্মা পুজো

Last Updated:

কোভিড মহামারী পরিস্থিতি কাটিয়ে পালিত হল বিশ্বকর্মা পুজো। তবে আরম্বরহীন ভাবেই গোটা মুর্শিদাবাদ জেলা জুড়ে পালিত হল বিশ্বকর্মা পুজো।

#বহরমপুরঃ কোভিড মহামারী পরিস্থিতি কাটিয়ে পালিত হল বিশ্বকর্মা পুজো। তবে আরম্বরহীন ভাবেই গোটা মুর্শিদাবাদ জেলা জুড়ে পালিত হল বিশ্বকর্মা পুজো। শ্রমিক, ইঞ্জিনিয়ার, বিল্ডার, কারিগরদের কাছে এটি হল এক বিশেষ দিন। যে সব জায়গায় যন্ত্র-কারিগরির কাজ হয় সেখানেই বিশ্বকর্মা পুজো দেখতে পাওয়া যায় আজকের দিনে। বিভিন্ন কলকারখানা সহ বিভিন্ন যন্ত্রাংশ দোকানে এবছর ছোট করেই পালিত হল বিশ্বকর্মা পুজো। মুর্শিদাবাদ জেলার সদর শহর বহরমপুর থেকে কান্দি, জঙ্গিপুর সর্বত্র এক চিত্র। তবে বহরমপুরে থিমের বিশ্বকর্মা পুজোর আয়োজন করা হয়।
কান্দি বাসস্ট্যান্ডে টোটো -রিক্সা ইউনিয়নে বড় করে পালিত হল বিশ্বকর্মা পুজো। হিন্দু স্থাপত্য দেবতা বিশ্বকর্মার সন্তুষ্টি লাভের আশায় এই পুজো করা হয় বলে কথিত আছে। বলা যায় বিশ্বের স্রষ্টা হিসাবে বিবেচনা করা হয়, তিনি কৃষ্ণের শহর বলে পরিচিত দ্বারকা শহরটি নির্মাণ করেছিলেন বলে কথিত আছে। শুধু তাই নয় লঙ্কা নগরী, পাণ্ডবদের মায়া সভা, রামায়ণে উল্লিখিত ব্রহ্মার পুষ্পক রথ, দেবপুরী এবং বিষ্ণুর সুদর্শন চক্র, শিব এর ত্রিশূল তৈরি করেছিলেন।
advertisement
আরও পড়ুনঃ পুকুর থেকে যুবকের রক্তাক্ত দেহ উদ্ধার, উঠছে রহস্যর গন্ধ
তিনি বিশ্বের সব কর্মের সম্পাদক তাই তিনি আজকে বিশ্বকর্মা। ভাদ্র মাসের শেষ দিনে তাকে পুজো করা হয়। সেই কারণে হিন্দু পঞ্জিকা মতে বিশ্বকর্মা পুজোর দিনটি কন্যা সংক্রান্তিতে পড়ে ।প্রতি বছর ১৬ বা ১৭ই সেপ্টেম্বর এই পুজো হয়ে থাকে। সমগ্র কল কারখানা, শ্রমিক সংগঠন সহ বিভিন্ন জায়গায় পালিত হয় বিশ্বকর্মা পুজো।
advertisement
advertisement
আরও পড়ুনঃ ডোমকলে ফের উদ্ধার আগ্নেয়াস্ত্র! গ্রেফতার এক
পুরাণ মতে, বিশ্বকর্মা হলেন দেবলোকের কারিগর তাই সোজা কথায় যাকে বলা হয় দেবাদিদেব বা দেবতাদের ইঞ্জিনিয়ার। পুরাণ মতে, ব্রহ্মার আদেশে বিশ্বকর্মাদেব এই ধরাধামকে নিজে হাতে তৈরী করেন। পাশাপাশি, বিশ্বকর্মা দেবতাদের জন্য উড়ন্ত রথও তৈরি করেছিলেন। আর তা স্মরণ করতেই বিশ্বকর্মা পুজোর দিনে ঘুড়ি ওড়ানোর প্রচলন শুরু হয়।
advertisement
Koushik Adhikary
বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Murshidabad Viswakarma Puja: ধুমধামের সঙ্গে জেলা জুড়ে পালিত বিশ্বকর্মা পুজো
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement