গয়না ভর্তি ব্যাগ বাসে রেখেই কান্দি বাসস্ট্যান্ডে নেমে যান তিনি। বাড়ি গিয়ে ওই মহিলা খেয়াল করেন তার সঙ্গে ছিল গয়নার ব্যাগ সেই ব্যাগটি তিনি বাস থেকে নামাননি। ঘটনার পরেই কান্দি ট্রাফিক গার্ডে ঘটনার কথা জানান ওই মহিলা। পরবর্তীকালে কান্দি ট্রাফিক ওসি কমল ওরাঙের তৎপরতায় এবং বাস কন্ডাক্টরের সততায় ফিরে পেলেন দেড় লক্ষ টাকা মূল্যের গয়না ভর্তি ব্যাগ ওই মহিলা।
advertisement
আরও পড়ুন: রেগে আগুন কাজল! ভেংচি কেটে যা তা বললেন! ব্যক্তিগত জীবনে অশান্তি! ভাইরাল ভিডিও
আরও পড়ুন:
বাস কন্ডাক্টরের এই সততাকে কুর্নিশ জানিয়েছেন বাস সিন্ডিকেটের সদস্যরাও এবং ব্যাগ ফিরে পেয়ে খুশি প্রকাশ করেন ওই মহিলা। মুর্শিদাবাদ জেলার কান্দি বাসট্যান্ডে এর আগেও একাধিকবার অনেকের জিনিস হারিয়ে যাওয়ার পরে তা ফিরিয়ে দেওয়া হয়েছে প্রশাসনের তৎপরতায়। তাই আবারও এক দৃষ্টান্ত দেখা গেল মুর্শিদাবাদ জেলার কান্দিতে। তবে আবারও মহিলার সোনার গয়না সহ দেড় লক্ষ টাকার সামগ্রী ফিরিয়ে দিতে পেরে খুশি কান্দি থানার পুলিশ।
কৌশিক অধিকারী