Kajol: রেগে আগুন কাজল! ভেংচি কেটে যা তা বললেন! ব্যক্তিগত জীবনে অশান্তি! ভাইরাল ভিডিও
- Published by:Piya Banerjee
- news18 bangla
Last Updated:
Kajol: পাপারাৎজিদের সঙ্গে একী করলেন কাজল? ভাইরাল ভিডিও দেখলে চমকে যাবেন!
মুম্বই: কাজল মানেই বি-টাউনের সব থেকে মিষ্টি মেয়ে। বলিউডে ৩০ বছর ধরে কাজ করছেন তিনি। আর শাহরুখ-কাজল জুটি মানেই সুপারহিট। কিছুদিন আগেই ‘লাস্ট স্টোরিজ ২’-তে অভিনয় করতে দেখা গিয়েছে তাঁকে। এবার আসতে চলেছে ‘দ্য ট্রায়াল’। সেখানে একজন আইনজীবীর চরিত্রে অভিনয় করছেন কাজল। ইতিমধ্যেই নানা জায়গায় প্রচারে যাচ্ছেন তিনি। তবে সেই প্রচারে গিয়েই ভয়াবহ কাণ্ড ঘটালেন কাজল।
এমনিতে মিষ্টি মনে হলেও কাজলের মেজাজ কিন্তু বেশ খাট্টা। বি-টাউনে জয়া বচ্চনকে সব সময় দেখা যায় পাপারাৎজিদের দেখলেই রেগে যান তিনি। যা তা বলেন। এ নিয়ে নানা কথাও ওঠে। তবে কাজল কিন্তু এতটা কখনও করেননি। সম্প্রতি ভাইরাল ভায়ানি একটি ভিডিও শেয়ার করেছেন ইনস্টাগ্রামে। সেখানে দেখা যাচ্ছে মাস্টার্ড ইয়েলো পোশাকে কাজল। কিন্তু যেই না তাঁকে বলা হয় ছবি তোলার কথা ওমনি ঘটে যায় কাণ্ড। ভিডিও দেখলে অবাক হবেন। একেবারে চোখ মুখ বেকিয়ে ভেংচি কেটে যা তা বলতে শুরু করেন।
advertisement
advertisement
advertisement
বিষয়টা বুঝতে পেরে একটু হালকা করার চেষ্টা করেন তিনি। কিন্তু এই ভিডিও দেখে বুঝতে অসুবিধে হয় না, যে বেশ রেগেই গিয়েছিলেন কাজল। সম্প্রতি কাজল ও অজয় দেবগণের বিয়ে নিয়েও নানা কথা শোনা যাচ্ছে। ইনস্টাগ্রাম থেকে একে অপরের ছবি সড়িয়ে দিয়েছেন তাঁরা। বিচ্ছেদের কথাও শোনা যাচ্ছে। তবে সবটাই গসিপ পর্যায়ে।
advertisement
এখনও কেউ এই খবরে সিলমোহর বসাননি। তবে ব্যক্তিগত জীবনে যে বেশ চাপেই আছেন কাজল তা বোঝা যায়। এই ভিডিও কী সেই সমস্যার কারণেই? এভাবে কেন মেজাজ হারালেন তিনি? এ নিয়ে উঠছে নানা প্রশ্ন!
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 13, 2023 4:33 PM IST