বৃদ্ধ ও বৃদ্ধার দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নিয়ে আসা হয় মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে। পরিবারের সদস্য রাহুল সেখ জানান, কোন সাড়া শব্দ পাওয়া যাচ্ছিল না সকালে। বাড়ির ভেতরে তালা বন্ধ ছিল, প্রতিবেশীরা দরজা ভেঙে ঘরে ঢুকতেই দেখা যায় দুইজনের দেহ বিছানায় আছে। বৃদ্ধর নাকে দাগ ছিল। এবং বৃদ্ধার শরীরে রক্তের ছাপ আছে।
advertisement
আরও পড়ুনঃ বাল্য বিবাহের কুফল ও সাইবার ক্রাইম নিয়ে ছাত্র-ছাত্রীদের সচেতনতার পাঠ
তবে নাকে কিভাবে রক্তের দাগ এল তা নিয়ে ধন্দে পরিবারের সদস্যরা। বর্তমানে বৃদ্ধা দম্পতি বাড়িতে একাই থাকতেন। যদিও বহরমপুর থানার পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বহরমপুরে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। চিকিৎসকেরা জানান, অ্যাসিড খেয়ে মৃত্যু হয়েছে। যদিও দেহ ময়না তদন্তের পর বোঝা যাবে কি ভাবে বৃদ্ধ দম্পতির মৃত্যু হল।
আরও পড়ুনঃ পড়ুয়াদের হাতে তৈরি বিজ্ঞান মডেল! খুদে বিজ্ঞানী প্রতিযোগিতার আয়োজন
বহরমপুর শহরে সাত সকালে এই মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। যদিও তাদের ছেলে ও মেয়ে বাইরে আলাদাভাবে থাকতেন। তাদের কে জিজ্ঞেসবাদ শুরু করেছে পুলিশ প্রশাসন। তবে মৃত্যুর সঠিক কারণ কি তার প্রকৃত তদন্তের দাবি করেছেন স্থানীয় বাসিন্দারা।
Koushik Adhikary